Assignment

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা

বিকল্প মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিত এসাইনমেন্ট এর মধ্যে এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৬ আগস্ট ২০২৪ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

মূল্যায়ন রুবিকস অনুযায়ী ২০২৪ সালের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন বিজ্ঞান, মানবিক, ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, পৌরনীতি ও নাগরিকতা, উচ্চতর গণিত, প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ১৬ আগস্ট ২০২৪ থেকে এবং শিক্ষার্থীরা ২১ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে সম্পন্ন করার পর তা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবেন।

SSC-2024-5th-Weeks

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-005

এসএসসি ২০২৪ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: বিজ্ঞান, বিষয়: পদার্থ বিজ্ঞান, বিষয় কোড: ১৩৬, মোট নম্বর: ১০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

চতুর্থ অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: কাজ, ক্ষমতা ও শক্তি

অ্যাসাইনমেন্ট শিরোনাম:

নবায়নযােগ্য শক্তির গল্প

জলবিদৎ হলাে অন্যতম প্রাচীন শক্তি উৎস বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদৎ উৎপা করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাৰ বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানাে যায়। টি একটি জলবিদযুৎ কেন্দ্র দেখানাে হলাে।

চিত্র: একটি জলবিদ্যুৎ কেন্দ্র

জলবিদ্যুৎ কেন্দ্র

ক) চিত্রের কোন অবস্থানে জলের অন্যনতম বিভব শক্তি রয়েছে?

৩০ মিনিটের মধ্যে পানি 5.0 x 10° J শক্তি হারায় এবং 4.5 x 10 J বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে;

খ) শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় কর;

গ) বৈদ্যতিক শক্তি 4.5 x 10 J কে ওয়াট(W এককের মাধ্যমে প্রকাশ কর;

ঘ) বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর;

ঙ) জলবিদ্যৎ কী ধরনের শক্তি? এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভ বর্ণনা করে একটি চার্ট তৈরি কর;

শিখনফল/ বিষয়বস্তু:

ক) অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনায় শক্তির প্রধান উৎসসমূহের অবদান বিশ্লেষণ করতে পারব;

খ) ক্ষমতা ব্যাখ্যা করতে পারব;

গ) কর্মদক্ষতা পরিমাপ করতে পারব;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) পাঠ্য বইয়ের ১১০-১১২ পৃষ্ঠায়বর্ণিত অংশ অনুসরণ করতে হবে;

খ) পাঠ্য বইয়ের ১১৯-১২০ পৃষ্ঠায়বর্ণিত অংশ অনুসরণ করতে হবে;

আরও দেখুন: একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযােগ ক্রমেই কমতে থাকে

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-017

এসএসসি ২০২৪ উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: বিজ্ঞান, বিষয়: উচ্চতর গণিত, বিষয় কোড: ১২৬, মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

অষ্টম অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: ত্রিকোণমিতি;

অ্যাসাইনমেন্ট শিরোনাম: রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান

মি. রাতুল প্রতিদিন প্রাতঃভ্রমনে দুই কিলােমিটার পরিধিবিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করেন । তিনি সকাল 6:45 মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল 7:25 মিনিটে শেষ করেন;

শিখনফল/বিষয়বস্তু:

১। রেডিয়ান পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে;

২। রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) মি. রাতুল ঠিক সকাল 7:00 পর্যন্ত যে পথ অতিক্রম করেন তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে নির্ণয় কর;

খ) প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ কর;

গ) পার্কের পরিধি যাই হােক না কেন পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দাও;

আরও দেখুন:  অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-011

এসএসসি ২০২৪ রসায়ন অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: বিজ্ঞান, বিষয়: রসায়ন, বিষয় কোড: ১৩৭, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: পদার্থের গঠন, পর্যায় সারণি;

অ্যাসাইনমেন্ট শিরোনাম:

রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার আণবিক ভর নির্ণয়।

ক) এক টেবিল চামচ পরিমাণ কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডা একটি স্বচ্ছ কাচের গ্লাসে নাও;

খ) এতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যােগ;

গ) পরিবর্তন পর্যবেক্ষণ কর। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন;

শিখনফল/বিষয়বস্তু:

ক) পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারব;

খ) আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারব;

গ) পর্যায় সারণির একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারব;

ঘ) পরীক্ষণের সময় কাচের যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে পারব;

ঙ) পরীক্ষণ কাজে সতর্কতা;

চ) অবলম্বন করতে পারব;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) কাজগুলাে করার সময় পরীক্ষণ সংশ্লিষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে;

খ) প্রতিবেদনে যে সব বিষয় থাকতে হবে;

গ) সতর্কতাসহ পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার;

ঘ) রাসায়নিক পরিবর্তন পর্যবেক্ষণ করে বিক্রিয়ার সমীকরণ;

ঙ) উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ ও বিক্রিয়ার সমীকরণ;

চ) কাপড় কাচা সােডা অথবা বেকিং সােডার প্রধান উপাদানের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়;

আরও দেখুন: রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-009

এসএসসি ২০২৪ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: মানবিক, বিষয়: ভূগোর ও পরিবেশ, বিষয় কোড: ১১০, মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

চতুর্থ অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন;

অ্যাসাইনমেন্ট শিরোনাম:

রকি, ফুজিয়ামা ও ব্লাকফরেষ্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও ব-দ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন;

শিখনফল/বিষয়বস্তু:

ক) ভুপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে;

খ) ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে;

গ) পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) ভুপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা করতে পারবে;

খ) পৃথিবীর প্রধান ভুমিরূপের প্রকারভেদ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে;

গ) পর্বত ও সমভূমির গঠন ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে;

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-003

 

এসএসসি ২০২৪ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: মানবিক, বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড: ১৫৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

তৃতীয় অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: প্রাচীন বাংলার জনপদ

অ্যাসাইনমেন্ট শিরোনাম: প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত কর এবং তােমার বর্তমান জেলা কোন জনপদের অধীনে ছিল তার বর্ণনা;

শিখনফল/বিষয়বস্তু:

ক) মানচিত্রে প্রাচীন বাংলার জনপদগুলাের বর্তমান অবস্থান চিহ্নিত ও বর্ণনা করতে পারবে;

খ) প্রাচীন বাংলার তথ্য অনুসন্ধানে জনপদগুলাের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;

গ) প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে ধারণা লাভে জনপদগুলোর গুরুত্ব জানতে আগ্রহী হবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলাে চিহ্নিত করা;

খ) জনপদগুলাের গুরুত্ব ব্যাখ্যা;

গ) প্রাচীন বাংলার ইতিহাসের ধারণা ব্যাখ্যা;

ঘ) শিক্ষার্থীর বর্তমান নিজ জেলা যে জনপদে অন্তর্ভুক্ত ছিল তাঁর ব্যাখ্যা;

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-015

এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: মানবিক, বিষয়: পৌরনীতি ও নাগরিকতা, বিষয় কোড: ১৪০, মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

চতুর্থ অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা;

অ্যাসাইনমেন্ট শিরোনাম:

রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গনতন্তও সফল করার উপায এবয় সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ;

শিখনফল/বিষয়বস্তু:

ক) বিভিন্ন ধরণের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারবে;

খ) বিভিন্ন সরকার ও রাষ্ট্রায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে;

গ) গনতান্ত্রিক আচরেণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

পাঠ্যপুস্তুক/শিক্ষক: (মোবাইল বা অনলাইনে) যোগাযোগ করে নেয়া যেতে পারে;

ক) প্রয়োজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে;

খ) রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে;

গ )রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে;

ঘ) গনতন্ত্রের ধারনা বর্ণনা করতে হবে;

ঙ) গনতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্রটি উল্লেখ করতে হবে;

চ) গনতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে;

ছ) সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে;

জ) সংসদীয় সরকারের গুণ ও ক্রটি বর্ণনা করতে হবে;

আরও দেখুন: Ssc 2024 5th Weak Assignment Published | Pdf Download

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ ব্যবাসায় উদ্যেগ অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-007

এসএসসি ২০২৪ ব্যবাসায় উদ্যেগ অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: ব্যবসায় উদ্যেগ, বিষয় কোড: ১৪৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

তৃতীয় অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: আত্মকর্মসংস্থান;

অ্যাসাইনমেন্ট শিরোনাম:

বাংলাদেশের নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ;

শিখনফল/বিষয়বস্তু:

ক) আত্মকর্মসংস্থানের। ধারণা ব্যাখ্যা করতে পারবাে;

 খ) বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রগুলাে চিহ্নিত করতে পারবাে;

গ) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায়গুলাে বর্ণনা করতে পারবাে;

ঘ) আত্মকর্মসংস্থানের প্রয়ােজনীয়তা বর্ণনা করতে পারবাে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) আত্মকর্মসংস্থানের ধারণা;

খ) আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র;

গ) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায়;

ঘ) আত্মকর্মসংস্থানের গুরুত্ব;

এসএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

SSC-21-5th-Bangla-compressed-page-013

এসএসসি ২০২৪ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

স্তর: এসএসসি পরিক্ষা ২০২৪, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: হিসাব বিজ্ঞান, বিষয় কোড: ১৪৬, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

তৃতীয় অধ্যায়ের, অ্যাসাইনমেন্ট: দুতরফা দাখিলা পদ্ধতি

অ্যাসাইনমেন্ট শিরোনাম: দুতরফা এবং একতরফা দাখিলা পদ্ধতির প্রয়ােগ-

সহায়ক তথ্য- ১ সাবিনা এন্টারপ্রাইজ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি হিসাব সংরক্ষণ করে থাকে ২০২৪ সালের মে মাসে ব্যবসায় সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ:

মে ৫ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা;

মে ১৫ অগ্রিম ভাড়া প্রদান ১২,০০০ টাকা;

মে ২২ মালিক ব্যবসায় হতে ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করল;

মে ৩০ ব্যাংক সুদ মঞ্জুর করল ১,০০০ টাকা;

সহায়ক তথ্য-

তাওসিফ ব্রাদার্স বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। ২০২৪ সালের ১ জানুয়ারিতে তার মােট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৫,৩০,০০০ টাকা ও ২,৯০,০০০ টাকা। উক্ত বছরে মালিক ব্যবসায় আরও ৮০,০০০ টাকা বিনিয়ােগ করে এবং ব্যক্তিগত প্রয়ােজনে ৬৫,০০০ টাকা উত্তোলন করে। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিলঅফিস সরঞ্জাম ১,৫০,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা; মজুদ পণ্য ৭০,০০০ টাকা; ব্যাংক জমা ৫০,০০০ টাকা; বিনিয়ােগ ২,০০,০০০ টাকা; প্রদেয় হিসাব ৫০,০০০ টাকা, ঋণ ২,০০,০০০ টাকা; বকেয়া বেতন ১০,০০০ টাকা।

শিখনফল/ বিষয়বস্তু:

ক) দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারবে;

খ) লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ সনাক্ত ও চিহ্নিত করতে পারবে;

গ) হিসাবচক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে;

ঘ) একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি);

• দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ব্যাখ্যাকরণ;

• লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়;

• হিসাবচক্রের ধাপসমূহ বর্ণনাকরণ;

• একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয়;

আরও দেখুন:

 

 

 

 

 

 

 

 

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close