বল কাকে বলে? কত প্রকার ও কি কি?
প্রিয় পাঠক আজকে আমরা জানবো বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে । সাধারন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বল। আমরা সবাই প্রাত্যহিক জীবনে বলের সাথে নানা ভাবে জড়িত।বল এমন এক ধরনের বাহ্যিক প্রভাব যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে তার পূর্বের অবস্থানের পরিবর্তন ঘটাতে বাধ্য করে। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো বল কাকে বলে? কত প্রকার ও কি কি? । প্রিয় পাঠক তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন তাহলে বলের সঠিক ধারণা পেয়ে যাবেন।
বল কাকে বলে?
যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোন বস্তুর গতির, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে পারে। বলের সবচেয়ে সহজ ধারনা হলো টানা বা ঠেলা যা কোন ভর যুক্ত পদার্থের বা বস্তুর বেগের পরিবর্তন ঘটায়।। অর্থাৎ এর প্রভাবে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা স্থির অবস্থার সৃষ্টি হয়। শুধু মান দিয়ে বলকে প্রকাশ করা যায় না এবং বলে মান ও দিক উভয়ই আছে বিধায় বল একটি ভেক্টর রাশি। এর একক নিউটন।
বলের প্রকারভেদ
প্রকৃতিতে বিভিন্ন ধরনের বল রয়েছে। এই বল গুলোর সাথে প্রায় আমরা সবাই পরিচিত। এই বল গুলোর আবার বিভিন্ন নামকরণও রয়েছে। এই সবগুলো বলের আলাদা নাম থাকলেও সবগুলো কিন্তু মৌলিক বল নয়।
মৌলিক বল: যে সকল বল অকৃত্তিম বা মূল অর্থাৎ যে বল অন্য বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এই সকল বল থেকে উৎপন্ন হয়, তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বল চার প্রকার।
১. মহাকর্ষীয় বল
মহাবিশ্বের যে কোন স্থানে দুটি বিন্দু বা কণা স্থাপন করলে তারা একে অপরকে নিজেদের ভরের সমানুপাতে আকর্ষন করে। দুটি কণার মধ্যবর্তী এ আকর্ষন বলকে মহাকর্ষ বল বলে। সমস্ত বলের মধ্যে সবচাইতে দুর্বল বল হলো মহাকর্ষ বল।
২. তড়িৎ চুম্বকীয় বল
দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষন বা বিকর্ষন বল প্রয়োগ করে তাকে তড়িৎ চুম্বকীয় বল বলে। এর আপেক্ষিক সবলতা ১০^৩৯।
৩. সবল নিউক্লিয় বল
পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়ন বা উপাদানগুলোকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। এ বল নিউট্রন ও প্রোটনকে আবদ্ধ রেখে নিউক্লিয়াস গঠন করে। এর আপেক্ষিক সবলতা ১০^৪১। এটিই মহাবিশ্বের সবচাইতে সবল বল।
৪. দুর্বল নিউক্লিয় বল
যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল মৌলিক পরমাণু সমুহের নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে অস্থিশীলতার সৃষ্টি করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এর আপেক্ষিক সবলতা ১০^৩০।
এছাড়াও এ চারটি বলের সংমিশ্রনে অন্যান্য বলের উদ্ভব ঘটে । যেমন- ঘর্ষন বল, কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল, ঘূর্ণন বল, স্প্রিং এর টান বা ধাক্কা বল ইত্যাদি।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন :
- গতি কাকে বলে? কত প্রকার ও কি কি?
- তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা
- শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি
- কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?