গতি কাকে বলে? কত প্রকার ও কি কি?
প্রিয় পাঠক আজকে আমরা জানবো বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে । সাধারন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি। আমরা সবাই প্রাত্যহিক জীবনে গতির সাথে নানা ভাবে জড়িত। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো গতি কাকে বলে? কত প্রকার ও কি কি? । প্রিয় পাঠক তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন তাহলে গতির সঠিক ধারণা পেয়ে যাবেন।
গতি কাকে বলে?
“পারিপার্শ্বিক নির্দেশতন্ত্রের সাপেক্ষে সময় পরিবর্তন এর সঙ্গে সঙ্গে কোনো বস্তু স্থান পরিবর্তন করলে, ওই বস্তুর অবস্থাকে গতি বলে” ।
নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তবে বস্তুটি তার পরিপার্শিকের বা প্রসঙ্গ কাঠমোর সাপেক্ষ স্থির, গতিহীন, অচল, স্থবির তথা ধ্রুব বা সময়-অপরিবর্তিতঅবস্থানে রয়েছে বলা হয়। পদার্থ বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে স্থিতি বলা হয়। অপরদিকে প্রসঙ্গ কাঠামোর বা পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখম একে গতিশীল বস্তু এবং এই ঘটনাকে গতি ( Motion) বলা হয়।
গতি কত প্রকার ও কি কি ?
সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেই বস্তুকে গতিশীল বস্তু বলে। গতিশীল বস্তুর এই অবস্থাকে গতি বলে।
বিশ্বজগতের গতি ৪ প্রকার যথা:
১. সরলরৈখিক গতি
২. পর্যায়বৃত্ত গতি
৩. চলন গতি
৪. স্পন্দন গতি।
সরলরৈখিক গতি
কোন বস্তু চলার পথে দিক পরিবর্তন করতেও পারে আবার নাও করতে পারে। বস্তু চলার পথে দিক পরিবর্তন না করলে সেই গতিকে বলে সরল রৈখিক গতি। যেমন নির্দিষ্ট মাধ্যমে আলোর গতি।
পর্যায়বৃত্ত গতি
কোন গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে তবে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
চলন গতি
কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।
স্পন্দন গতি
পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুকণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে তার সে গতিকে স্পন্দন গতি বলে।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন :