আরিয়ান নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
আরিয়ান খুব সুন্দর একটি নাম। সুন্দর নামের তালিকায় আরিয়ান নামের অবস্থান সবার উপরে। বাংলাদেশে বেশ পরিচিত এই নামটি। মূলত ছেলেদের এই নাম রাখা হয়। আমাদের দেশে অনেক পরিচিত হলেও আমরা অনেকেই জানি না এই নামের অর্থ কি। আসুন আজকে আমরা জেনে নিই আরিয়ান নামের অর্থ কি? (বাংলা,আরবি অর্থ সহ)
আরিয়ান নামের অর্থ কি?
আরিয়ান নামটি খুব সুন্দর একটি নাম। আরিয়ান নামের অর্থ হলো সোনালি জীবন , নির্ভীক , আর্য বংশোদ্ভূত। বাংলাদেশের এখন অনেক ছেলে শিশুর নাম আরিয়ান রাখা হয়। আরিয়ান নামটি একটি মুসলিম ছেলের নাম।
আরিয়ান নামের আরবি অর্থ কি?
আরিয়ান নামের ইসলামিক অর্থ হচ্ছে সোনালি জীবন, অতি নির্ভীক, উন্নতচরিত্র।আরিয়ান মূলত এটি একাধিক অর্থ সহ হিন্দি ভাষা থেকে আগত একটি নাম। মায়ের ভাষা বাংলা ভাষায় আরিয়ান নামটির অর্থ সোনালি জীবন, অতি নির্ভীক, উন্নতচরিত্র ব্যক্তিকে বুজিয়ে থাকে।
আরও দেখুন:
- আয়ান নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থসহ)
- নাজিফা নামের অর্থ কি? জেনে নিন (বাংলা, আরবি অর্থ সহ)
- হাবিবা নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
- রাফি নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
আরিয়ান কি ইসলামিক নাম?
হ্যাঁ আরিয়ান একটি অতি পরিচিত এবং সন্মানিত ইসলামিক নাম। আরিয়ান নামের ইসলামিক অর্থ হচ্ছে সোনালি জীবন, অতি নির্ভীক, উন্নতচরিত্র শব্দ।
চলুন দেখে নেয়া যাক আরিয়ান নাম দিয়ে আরও কিছু সুন্দর সুন্দর নাম।
1 আরিয়ান সুলতান
2 আরিয়ান আহমেদ
3 আতিকুল আরিয়ান
4 মুহাম্মদ আরিয়ান
5 আরিয়ান জুবায়ের
6 আরিয়ান সেখ
7 আরিয়ান সরকার
8 আরিয়ান রহমান
9 আরিয়ান চৌধুরী
10 আরিয়ান খান
11 আরিয়ান সুমন
12 আরিয়ান সুমাইয়া
13 ইমাম আরিয়ান
14 আরিয়ান ইমতিয়াজ
15 মোহাম্মদ আরিয়ান
16 কামরুল আরিয়ান
17 আরিয়ান খান
18 সৈয়দ আরিয়ান
19 আরিয়ান রহমান
20 ইব্রাহিম আরিয়ান
21 আরিয়ান মাহবুব
22 আরিয়ান শেখ
23 আমিনুল হক আরিয়ান
24 আরিয়ান আলী
25 আরিয়ান নাওয়াব
26 আহমেদ আরিয়ান
মানুষ যে ধর্মেরই হোক না কেন প্রত্যেক ধর্মে সন্তানের অর্থ সহ সুন্দর নাম রাখার ব্যাপারে বলা হয়েছে। অর্থ সহ সুন্দর, ইসলামিক নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতেও প্রভাবিত করবে। এছাড়াও ইসলামী শরীয়তে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। আমরা অনেক সময় অর্থ না জেনেই সন্তানের নাম রেখে দিই। ছেলে-মেয়ের নাম রাখার পূর্বে অবশ্যই অর্থ জেনে নেওয়া উচিত । আশা করি এই পোস্টটি শীঘ্রই যারা বাবা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে।