রিয়া নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
রিয়া নামটি খুব সুন্দর নাম। মাত্র দুইটি বর্ণের মধ্যে যে অর্থ পূর্বক নাম রয়েছে তার মধ্যে রিয়া অন্যতম। রিয়া নামের অর্থ হলো অত্যন্ত প্রিয়। আমাদের দেশে অনেক পরিচিত এই নামটি। এই নামটি মূলত মেয়েদের নাম। এখন পর্যন্ত আমরা অনেকেই হয়তো জানি না এই নামের অর্থ কি? জেনে নিন রিয়া নামের অর্থ কি? (বাংলা,আরবি অর্থ সহ)
রিয়া নামের অর্থ কি?
রিয়া নামটি অত্যন্ত পরিচিত সুন্দর একটি নাম। রিয়া নামের অর্থ হলো অত্যন্ত প্রিয়। নামের সাথে সাথে রিয়া নামের অর্থ ও অনেক সুন্দর। মাত্র দুটি বর্ণের অর্থবহ যে সকল সুন্দর নাম রয়েছে তার মধ্যে রিয়া নামটি অন্যতম। রিয়া নামটি একটি আধুনিক নাম।
রিয়া আরবি নামের অর্থ কি?
রিয়া নামটি একটি আরবি শব্দ। এই নামের উৎপত্তি মূলত আরবি ভাষা থেকে। রিয়া নামের আরবি অর্থ অত্যন্ত প্রিয়। এছাড়াও ইসলামী পরিভাষায় রিয়া অর্থ লােক দেখানো, অবলােকন করানাে বা দৃশ্যমান করা , লােক দেখানাে কাজ ৷ এছাড়াও আরবি পরিভাষায় ছােট ছােট যে সমস্ত গুনাহ রয়েছে সেগুলাে কে মূলত রিয়া বলা হয় ৷
- আরো দেখুন…
রিয়া কি ইসলামিক নাম?
অবশ্যই, রিয়া নামটি একটি ইসলামিক নাম।সহজভাবে লােকদেখানাে কাজকে ” রিয়া ” বলা হয় ৷ যে কোন কাজ করার ক্ষেত্রে আপনার যদি এই কাজটি করার মূল উদ্দেশ্য থাকে এটি শুধুমাত্র লােক দেখানাে , তাহলে এটাকে মূলত আরবি পরিভাষায় রিয়া ” বলা হয় ; যার অর্থই হলাে লােক দেখানাে ইবাদত।
চলুন দেখে নেয়া যাক রিয়া নাম দিয়ে আরও কিছু সুন্দর সুন্দর নাম।
জান্নাতুল বুশরা রিয়া
ফারজানা আক্তার রিয়া
রিয়া আক্তার শােভা
আফরােজা রিয়া
তানিয়া আক্তার রিয়া
সাইফুল ইবনে রিয়া
রিয়াখান
আরােবি জাহান রিয়া
রিয়া আক্তার কুলসুমা
হুমায়রা আক্তার রিয়া
স্বপ্নপুরী রিয়া
নাসা আক্তার রিয়া
রিয়া চাটার্জী
রিয়া মজুমদার
রিয়া ব্যানার্জি
রিয়া শর্মা
রিয়া আক্তার সােহানা
মানুষ যে ধর্মেরই হোক না কেন প্রত্যেক ধর্মে সন্তানের অর্থ সহ সুন্দর নাম রাখার ব্যাপারে বলা হয়েছে। আমরা অনেক সময় অর্থ না জেনেই সন্তানের নাম রেখে দিই। ছেলে-মেয়ের নাম রাখার পূর্বে অবশ্যই অর্থ জেনে নেওয়া উচিত । আশা করি এই পোস্টটি শীঘ্রই যারা বাবা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে।