প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা
আপনি আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠাবেন ভাবছেন ? কিন্তু কেমন মেসেজ পাঠাবেন তা কি আপনার প্রিয় জনের পছন্দ হবে। আমি বলবো আপনি একদম থিক জাইগাই এসেছেন। আপম্নি আমাদের এখানে থেকে খুব সহজেই প্রিয়জনকে মেসেজ পাঠানোর মত সুন্দর শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন । তাই দেরি না করে এখনি দেখে নিন প্রিয়জনকে কি লিখে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ পাঠাবেন।
প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা
১.শুভ জন্মদিন প্রিয়তম। আমার মনের সমস্ত ভালবাসা ও শুভকামনা তোমার জন্য। অনেক ভালবাসি তোমায় তাই আজকের দিনটি আমার কাছে তোমার মতই প্রিয় কারণ আজকে তুমি পৃথিবীতে এসেছিলে।সবসময়ই তোমার পাশে আছি এবং থাকতে চাই। জন্মদিন তোমার জীবনে অসংখ্য বার আসুক সেই দোয়া করি। দীর্ঘজীবী হও এবং সেই সাথে জীবনে সফল হও।
২. আজ আমার অনেক আনন্দের দিন কারণ আজকে আমার প্রিয় মানুষটির জন্ম হয়েছিল পৃথিবীতে। আর সেই প্রিয় মানুষটি হলো তুমি। তোমার জন্মদিন অনেক আনন্দ ও উৎসবে কাটুক। সবসময়ই ভালো থাকো এবং সবাইকে ভাল রাখতে কাজ করে যাও সেই দোয়া করি। প্রিয়তম আজকের মত এই সুন্দর জন্ম দিন অসংখ্য বার আনন্দের বার্তা নিয়ে আসুক তোমার জীবনে। অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল জন্ম দিনের।
৩. জন্ম দিনের শুভেচ্ছা নাও প্রিয়তম ও আমার ভালবাসা। জন্ম দিন মানেই বিশেষ দিন আর এই বিশেষ দিনটি যদি হয় প্রিয় মানুষের জন্ম দিন তাহলে সত্যি অনেক আনন্দ ও ভাললাগার জন্ম দেয়। তুমি আমার জীবনের সেই কাঙ্খিত মানুষ।তোমার সাথে শতবছর কাটাতে চাই আর চাই জন্ম দি৷ শতবার ফিরে আসুক তোমার জীবনে।তুমি শুধু প্রিয় মানুষই নয় চলার পথের সাথী আমার। অনেক অনেক শুভেচ্ছা রইল জন্মদিনের।
আরও দেখুন: জন্মদিনের শুভেচ্ছা – শুভ জন্মদিন মেসেজ, স্ট্যাটাস ও এসএমএস
৪. জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। আর কয়েক মিনিট পরেও আমাদের মাঝে তোমার জন্ম দিনটি ফিরে আসবে অনেক আনন্দ নিয়ে। শুভ জন্মদিন প্রিয়তম। আমার জীবন পথের সঙ্গী তোমার জন্ম দিন অনেক সুন্দর করে কাটাও সবাইকে নিয়ে। জন্ম দিনে তোমার জন্য দোয়া করি পৃথিবীর সমস্ত বাঁধা অতিক্রম করে তুমি তোমার সফলতার পথে পৌঁছে যাও। জীবনে অনেক বড় হও।সেই সাথে সৃষ্টিকর্তার কাছে তোমার দীর্ঘয়ু ও সুস্থতা প্রার্থনা করছি।
৫. আজ আমার প্রিয় মানুষের জন্মদিন। তুমি সেই প্রিয় মানুষটি। মনে হচ্ছে যেন পৃথিবী আলোয় আলোয় ভরে উঠেছে তোমার জন্মদিনের আনন্দে। অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা নাও প্রিয়তম। জন্ম দিনে আজকে কথা দাও সবসময়ই নিজে সৎ থাকবে, সবাইকে খুশিও আনন্দে রাখবে। কাউকে কখনও কষ্ট দেবে না। আজকের এই খুশির দিন ভাগ করে নাও সবার সাথে আর আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালবাসা নাও।
৬. হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়তম। জন্ম দিনের অসংখ্য শুভেচ্ছা নাও। জন্মদিন অনেক সুন্দর হোক তোমার। পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দর ভাবে কাটাও জন্মদিন। সৃষ্টি কর্তার কাছে অসংখ্য শুকরিয়া তোমাকে আমার জীবন পাঠিয়েছেন। আজকের দিনটি তাই সত্যি অনেক আনন্দের মুহূর্ত আমার কাছে। অনেক সুখী ও সফল হও জীবনে সেই শুভকামনা রইল।
৭. প্রিয় আর একটু পরেই শুরু হবে তোমার জন্ম দিনের শুভ মুহূর্ত। তোমার জন্ম হয়েছিল আজকের দিনে, সেই জন্যই তোমাকে পেয়েছি। তুমি শুধু আমার ভালবাসা নয় আমার জীবন সাথী। সবসময়ই তোমাকে পাশে চাই আর আমিও পাশে থাকতে চাই। জীবনে সব মুহূর্তে তোমার পাশে থেকে তোমার সব আনন্দ ও দুঃখ ভাগ করে নিতে চাই। তাই আমার অন্তরের অন্তস্তল থেকে তোমাকে জানাই জন্ম দিনের অসংখ্য শুভকামনা ও শুভেচ্ছা।
আরও দেখুন: বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা