Wishes

গুড মর্নিং পিক, শুভেচ্ছা ও এসএমএস – সাথে সুন্দর সুন্দর ফুলের ছবি ফ্রি ডাউনলোড

বন্ধু বা প্রিয়জনকে সকালে শুরুটা শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছেন? কিন্তু কি লিখে শুভেচ্ছা জানাবেন। সকালে শুরুতে কি লিখে শুভেচ্ছা জানালে আপনার বন্ধু বা প্রিয় জন অনেক খুশি হবে। আমি বলি আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আপনি এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে গুড মর্নিং শুভেচ্ছা এসএমএস পিক টা ডাউনলোড করে নিতে পারবেন সেই সাথে থাকছে আরো সুন্দর সুন্দর ফুলের ছবি ফ্রি ডাউনলোড।

গুড মর্নিং শুভেচ্ছা

প্রতিটা সকালে মানুষ তার কাছের মানুষদের বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়ে থাকে। কেউ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে কিংবা মেসেঞ্জারে সুন্দর শুভেচ্ছা বার্তা লিখে পাঠানোর মাধ্যমে এ কাজটি করা হয়।

সুন্দর সুন্দর সকালের প্রত্যাশায় আমরা প্রিয়জনকে গুড মর্নিং বলে মেসেজ পাঠিয়ে থাকি। অনেকে আবার সুন্দর ফুলের প্রোফাইলে লিখা শুভেচ্ছা বার্তা দিয়েও গুড মর্নিং এর ম্যাসেজ পাঠাও। আবার অনেককে দেখা যায় সে সকল ছবি ডাউনলোড করে ফেসবুক মেসেঞ্জারে আদান-প্রদান করতে।

আরও দেখুন:  প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

কিন্তু অনেকেই খুঁজে পান না কি লিখতে হবে গুড মর্নিং শুভেচ্ছায়। সে কারনেই আমরা চলে আসলাম আপনাদের সাহায্য করতে। আমাদের এই লিখাটি পড়ার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর গুড মর্নিং শুভেচ্ছা বার্তা পাবেন।

1200px-Surjo

শুভ সকাল শুভেচ্ছা এসএমএস

১। আকাশের তারকারাজি আলো দেওয়া বন্ধ করে দিয়েছে। সূর্যিমামা পূর্ব দিগন্তে উদিত হয়েছে। পাখিরা সব কোলাহল শুরু করেছে। তুমি কি এখনো ঘুমিয়ে আছো? শুভ সকাল।

২। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা নীড় ছেড়ে বেড়িয়ে পড়েছে খাবারের সন্ধানে। আমিও জেগে উঠেছি তোমায় আরো একবার দেখবো বলে। শুভ সকাল প্রিয়।

৩। গোলাপের সুগন্ধমাখা, পাখির গুঞ্জনে মুখরিত সকালে বন্ধু তোমাকে জানাই শুভ সকাল। সারাদিন তোমার আনন্দে কাটুক।

৪। শুভ সকাল, একরাশি লাল গোলাপের শুভেচ্ছা নিও। আকাশের চাঁদ তো ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর বুকে যে চাঁদের বাস সেই চাঁদ যদি না জাগে তাহলে সমস্ত পৃথিবীই তো অন্ধকারে ডুবে যাবে, শুভ সকাল ডিয়ার।

৫। আমি হাজার বার এই সুন্দর ভোর দেখার আনন্দ পেতে চাই শুধু তুমি আছো বলে। প্রতিটি সকাল শুভ হয় আমায় ভালোবাসো বলে। শুভ সকাল প্রিয়া।

৬। শিশির ভেজা ঘাসের এই সকাল আমি বারবার পেতে চাই। গোলাপের পাপড়ির সুবাসে আমি বারবার বিভোর হয়ে থাকতে চাই। আমি এই নিষ্পাপ সকালের মাঝে তোমাকেই খুঁজে পাই। শুভ সকাল প্রিয়া।

৭। রাতের আধার কেটে গিয়ে সূয্যিমামা উঠেছে পূর্ব দিগন্তে। তোমার জীবনের সকল আঁধার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠুক। শুভ সকাল প্রিয়।

৮। তোমার মিষ্টি হাসি আমি খুঁজে পাই এই সুন্দর সকালের ফুটন্ত গোলাপের মাঝে। তোমার নুপুর পড়া পায়ের শব্দ আমি ভোরের পড়ন্ত শিশিরে খুঁজি। শুভ সকাল প্রিয়।

৯। ভালোবাসো বলেই এই সকালকে এতোটা ভালোলাগে। ভালোবাসো বলেই ভোরের ফুটন্ত গোলাপের সুগন্ধ ভাসে মনে। ভালবাসাময় হোক সারাদিন তোমার। শুভ সকাল মাই লাভ।

১০। কোনো এক কাকডাকা ভোরে তুমি আমি একসাথে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটে , দীঘির পাড়ে যাবো লাল পদ্ম তুলতে। কোন এক পাখির গুঞ্জনে মুখরিত সকালে তুমি আর আমি ঐ অদূরের কাশবনে যাবো। যাবে তো? শুভ সকাল প্রিয়।

১১/ তোমার সারাটা দিন সুন্দর কাটুক। শুভ সকাল।

১২/ নতুন সূর্য দর্শন এর মাধ্যমে প্রতিটা দিন শুরু হয়। তেমনিভাবে আমি চাই তোমার মুখ দেখে আমার দিন শুরু হোক। শুভ সকাল প্রিয়তমা।

১৩/ দিন শেষে রাত আসে, রাত শেষে ভোর। এভাবেই চলে যায় প্রতিটি বছর। তোমার সারাটাদিন সুখের হোক। শুভ সকালের শুভেচ্ছা।

১৪/ কর্মব্যস্ত একটা দিনের প্রত্যাশায় তোমাকে জানাই নতুন দিনের শুভেচ্ছা।

১৫/ সূর্যের আলোয় সূর্যমুখী ফুল ও হাসা শুরু করেছে,অথচ আমার সূর্যমখী এখনো ঘুমিয়ে রয়েছে। আর ঘুমিয়ে থেকো না ,শুভ সকাল প্রিয়।

১৬/ সকালের মিষ্টি রোদের হাসিও অপূর্ণ থেকে যায় তোমার ওই মিষ্টি ঠোঁটের হাসি না দেখলে। মৃদু বাতাসে ও তৃপ্তি মেলে না তোমার ওই মায়াবী চোখে না তাকালে। সুন্দর সকালের শুভেচ্ছা।

১৭/ ভোরের ফুটন্ত গোলাপের সুবাস বাতাসে ছড়িয়ে পড়েছে, ঘুমন্ত পৃথিবী জেগে উঠেছে। কিন্তু আমার পৃথিবী এখনো ঘুমিয়ে রয়েছে। তাড়াতাড়ি জেগে উঠো প্রিয়, শুভ সকাল।

১৮/ সকালের শিশির ভেজা রাস্তায় আমি তোমার সাথে হাঁটতে চাই জনম জনম ধরে, তোমার কাঁধে মাথা রেখে সকালের সোনালী রোদ দেখতে চাই বারেবারে। শুভ সকাল প্রিয়তমা।

১৯/ তোমার প্রতিটি দিন হোক শুভ,আমার প্রতিটি দিন শুরু হোক তোমার ওই মিষ্টি হাসি দেখে। শুভ সকাল প্রিয়তমা, ভালোবাসায় ভরে উঠুক তোমার প্রতিটি মূহুর্ত।

ইসলামিকভাবে গুড মর্নিং বা শুভ সকাল শুভেচ্ছা

আমরা অনেকেই ইসলামিক ভাবে নতুন দিনের শুভেচ্ছা জানাতে পছন্দ করি। কিন্তু প্রতিদিন একই ধরনের শুভেচ্ছা বার্তা পাঠালে বিষয়টা কেমন যেন একঘেয়ে দেখায়। সে কারণেই আমরা ব্যতিক্রমধর্মী কিছু ইসলামিক গুড মর্নিং শুভ সকাল মেসেজ ও শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছে। আশা করব এগুলো আপনাকে এবং আপনার প্রিয়জনকে প্রশান্তি দিবে।

১/ বিসমিল্লাহি রহমানের রাহিম। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তোমার দিনটি শুরু হোক। শুভ সকাল বন্ধু।

২/ আসসালামু আলাইকুম। তোমার সারাটি দিন ফজিলত পূর্ণ হোক। নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা।

৩/ সারাটা দিন যেন তুমি শরীয়তের বিধি-বিধান মেনে চলতে পারো সেই দোয়া করি।

৪/ আল্লাহ যেন তোমাকে ইবাদত করার তৌফিক দান করে। তোমার দিনটি ফজিলত পূর্ণ হোক।

৫/ সারাটি দিন এবং রাত তোমার পরিবার যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সে দোয়া করি। গুড মর্নিং বন্ধু।

 

আরো দেখুন :

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close