৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ধারাবাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নির্ধারিত কাজ বা এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ১৩ জুন ২০২৪ অধিদপ্তরের ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
অন্যান্য সপ্তাহের মত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম সপ্তাহে নির্ধারিত অ্যাসাইনমেন্ট গুলো নিয়ম অনুসরণ করে সম্পন্ন করার পর বিদ্যালয় জমা দিবে।
৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যায়নরত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য গণিত, ইসলাম ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষার্থীদের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এছাড়াও রয়েছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট।
আপনি পছন্দ করতে পারেন-
৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট ২০২৪
ষষ্ঠ শ্রেণির গণিত পাঠ্য বই থেকে সপ্তম সপ্তাহে শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছে। এর আগে ৩ এপ্রিল ২০২৪ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছিল।
২০২৪ শিক্ষাবর্ষের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত অধ্যায় পাঠ অনুযায়ী অধ্যয়নের পর ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট দুই সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে জমা দিবে।
এই অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের জন্য অংক পাতন, দেশীয় সংখ্যার গঠনরীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতি পারস্পরিক সম্পর্ক, মৌলিক ও যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু এবং গসাগু এর মধ্যে সম্পর্ক, সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা, সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভাগ, গুননীয়ক ও গুনিতক, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের সরলীকরণ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, দশমিক ভগ্নাংশের লসাগু ও গসাগু সংক্ষিপ্ত পাঠ্যসূচি নির্ধারিত হয়।
৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষাএ্যাসাইনমেন্ট ২০২৪
সপ্তম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত থেকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ের পাঠ্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর বিষয়বস্তুর আলোকে অধ্যায়ন এরপর নির্ধারিত এসাইনমেন্ট সম্পন্ন করবে। এর আগে প্রথম সপ্তাহে ইসলাম শিক্ষা বিষয় এর চারপাশের নানা নিদর্শন উল্লেখসহ আল্লাহর একত্ববাদের উপর প্রতিবেদন এসাইনমেন্ট দেয়া হয়েছিল।
সপ্তম সপ্তাহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ২ নিচের ছবিতে দেওয়া হল এবং সেইসাথে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা ও মূল্যায়ন উল্লেখ করা হলো।
শ্রেণি: ৬ষ্ঠ, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ দ্বিতীয় অধ্যয়: ইবাদত;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১: ইবাদতের ধারণা ও তাৎপর্য, পাঠ-২: অপবিত্রতা, পাঠ-৩: পবিত্রতা, পাঠ-৪: ওযু, পাঠ-৫: তায়াম্মুম, পাঠ-৬: গােসল;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে – ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদত করা যায়, তার একটি তালিকা তৈরি কর।
বাছাইকরা নমুনা উত্তর দেখুন:সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত ইবাদতের তালিকা
নির্দেশনাঃ ইবাদতের ধারণা ও প্রকারভেদ পবিত্রতার ধারণা (ওযু, তায়াম্মুম, গােসল) বিষয় শিক্ষক/মাতা পিতা/ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সাথে আলােচনা/সহায়ক বই পুস্তক/ ইন্টারনেটের সহযােগিতা গ্রহণ।
Class 6 Assignment 7th Week PDF 2024
৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির যে সকল শিক্ষার্থী হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছে ষষ্ঠ শ্রেণি সপ্তম অ্যাসাইনমেন্ট এর গণিত বিষয়ের সাথে।
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ধর্মগ্রন্থ এর পাঠ ১ থেকে ৭ পর্যন্ত অধ্যায়নের পর শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত প্রশ্নের উত্তর লিখবে।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ অনাসক্ত কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী সমূহ তোমার ব্যক্তি জীবনে কিভাবে প্রয়োগ করবে তার একটি বর্ণনা তুলে ধরো।
বাছাইকরা নমুনা উত্তর দেখুন:অনাসক্ত কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী সমূহ ব্যক্তি জীবনে প্রয়োগ করার উপায়
সংকেতঃ শ্রীকৃষ্ণের প্রাসঙ্গিক কয়েকটি বাণী ব্যবহার করে তার ভিত্তিতে লিখতে হবে।
আরো দেখুন-
৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ বাংলা এবং কর্ম ও জীবন
৮ম শ্রেণি ৫ম সপ্তাহের বাংলা এবং কর্ম ও জীবন এ্যাসাইনমেন্ট ২০২৪
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।