Assignment
এন্টিবায়োটিক সিরাপ ঝাকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে?
আমাদের দৈনন্দিন জীবনে আমরা অসুস্থ হওয়ার কারণে বিভিন্ন সময় সিরাপ খেয়ে থাকি। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আমরা সাধারণত যখন কোনো সিরাপ খায় তখন আমরা তা খাবার পূর্বে ঝাঁকিয়ে খায়। আপনি কি এই ঝাকিয়ে খাওয়ার কারণটা জানেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন আপনাদের আজকে সেটা জানাতে চাই। আমরা আমরা এখন আলোচনা করতে চলেছি এন্টিবায়োটিক সিরাপ ঝাকিয়ে খেতে হয় কেন ?
এন্টিবায়োটিক সিরাপ ঝাকিয়ে খাওয়ার কারন
ঔষধ হলো এক ধরনের সাসপেনশন সাসপেনশন এর একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে কিন্তু অনেকক্ষণ রেখে দিলে তা তলানি হিসেবে জমা পড়ে তাই ওষুধের বোতল রেখে দিলে ওষুধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে পড়ে যায় এ কারণে ওষুধের বোতল ব্যবহারের আগে আমরা তাকিয়ে নেই।
এন্টিবায়োটিক সিরাপ কি ধরনের মিশ্রণ?
আমরা এখন সমাধান দিতে চলেছি যে এন্টিবায়োটিক সিরাপ কি ধরনের মিশ্রণ? সাধারণত মিশ্রণের বৈশিষ্ট্যগত দিক লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এন্টিবায়োটিক সিরাপ এর উপাদান গুলো সহজেই আলাদা করা যায় তাই এটি একটি অসমসত্ব মিশ্রণ।