কাজ কাকে বলে ? কাজের প্রকারভেদ।
প্রিয় বন্ধুরা, সাধারণভাবে কোন কিছু করাকে কাজ বলে। কিন্তু পদার্থবিজ্ঞানে কাজের সুনির্দিষ্ট একটি সংজ্ঞা রয়েছে। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে কেবলমাত্র তখনই কাজ করা হয়। কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর সরণ না ঘটে তাহলে কোন কাজ করা হবে না। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে কাজ কাকে বলে ? কাজের প্রকারভেদ সহ খুঁটিনাটি সব কিছু জানবো। বন্ধুরা তাই আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন।
কাজের সাধারণ ধারণা
দৈনন্দিন জীবনে কাজ সম্পর্কে আমাদের যে ধারণা, তার সাথে পদার্থবিজ্ঞানগত ধারণার বেশ পার্থক্য রয়েছে। যেমন কোনো বস্তুকে দুহাতে আঁকড়ে উপরে তুলে আবার যেখান থেকে তোলা হলো সেখানে নামিয়ে রাখলে পদার্থবিজ্ঞান এর দৃষ্টিকোণ থেকে কাজের পরিমাণ হবে শূন্য, অথচ নিত্যদিনকার ধারণামতে আমরা এটাকেও হয়তো কাজ বলব, কারণ এর মাধ্যমে উত্তোলনকারী ক্লান্ত এবং ঘর্মাক্ত হয়ে পড়তে পারেন। পদার্থবিজ্ঞানের ভাষায়, বল এবং বলের দিকে সরণ-এর উপাংশ-এর গুণফল হলো কাজ।
কাজ কাকে বলে ?
কোনাে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে । কাজকে W দ্বারা প্রকাশ করা হয় ।
গাণিতিকভাবে ,
কাজ = বল x সরণ ।
W = Fxs যেখানে ,
F = বল এবং s = সরণ ।
- কাজ ধনাত্মক , শূন্য বা ঋণাত্মক হতে পারে ।
- কাজ স্কেলার রাশি যেখানে , বল এবং সরণ ভেক্টর রাশি ।
আপনি পছন্দ করতে পারেন :
কাজের প্রকারভেদ
কাজের প্রকারভেদ কাজ দুই প্রকার । যথাঃ
1. ধনাত্মক কাজ
2.ঋণাত্মক কাজ
ধনাত্মক কাজ কাকে বলে ?
কোনাে বস্তুর ওপর বল প্রয়ােগে যদি বলের দিকে বস্তুর সরণ হয় অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে তবে ঐ বল দ্বারা কৃতকাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে ।
ঋণাত্মক কাজ কাকে বলে ?
কোনাে বস্তুর ওপর বল প্রয়ােগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকলে যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে ।
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন: