অরবিটাল কাকে বলে? বিভিন্ন অরবিটালের আকৃতি।
আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো রসায়ন এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। রসায়ন বিজ্ঞান পড়তে গেলে আমরা অরবিটাল কথাটির সম্মুখীন হয়ে থাকে। আসলে এই অরবিটাল কি? আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো অরবিটাল কাকে বলে। বিভিন্ন অরবিটাল এর আকৃতি সম্পর্কে। এছাড়াও অরবিটাল সম্পর্কে জানা অজানা সব তথ্য এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাই আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন।
অরবিটাল কাকে বলে?
নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকেই অরবিটাল বলে । অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে।অরবিটালকে উপশক্তিস্তর বা উপকক্ষও বলা হয় ।
এছাড়া এই ভাবে বলা যায় নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট সম্ভাব্য স্থানে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ 90% – 95% হয় সেই সকল সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে।
আপনি পছন্দ করতে পারেন:
- পদার্থ কাকে বলে ?কত প্রকার ও কি কি?
- ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
- শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ।
বিভিন্ন অরবিটালের আকৃতি কেমন?
অরবিটাল বিভিন্নসহকারী কোয়ান্টামসংখ্যাকেনির্দেশ করে । যেমন :
- সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 কে s অরবিটাল দ্বারা প্রকাশ করা হয় ।
- 2 কে p অরবিটাল দ্বারা প্রকাশ করা হয় ।
- 3 কে d অরবিটাল দ্বারা প্রকাশ করা হয়।
- 4 কে f অরবিটাল দ্বারা প্রকাশ করা হয় ।
বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন হয় । যেমন –
- s- অরবিটাল গােলাকার অর্থাৎ ত্রিমাত্রিক ।
- p- অরবিটাল ডাম্বেল আকৃতির ।
- d ও f – অরবিটালের আকৃতি জটিল প্রকৃতির ।
প্রকৃতপক্ষে , অরবিটাল হলাে তরঙ্গ ফাংশন অর্থাৎ তরঙ্গ বলবিদ্যায় গাণিতিক ফাংশন , যা দ্বারা কোনাে পরমাণুতে ইলেকট্রনের অবস্থা বর্ণনা করা যায় ।
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন: