ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গ্ণিতের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে। ভগ্নাংশ ৩য়-৪র্থ শ্রেনী থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুগলে এই প্রশ্নটি লিখে অনেকবার সার্চ হয়েছে। তাই আর দেরি না করে চলুন জেনে নিই ভগ্নাংশ কাকে বলে? কত প্রকার ও কি কি?
ভগ্নাংশ কাকে বলে?
যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বা Fraction বলে। ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলে লব আর নিচের সংখ্যাটিকে বলে হর।
অন্যভাবে বলা যায় কোন বস্তুকে সমান দুই বা ততোধিক ভাগে ভাগ করলে যে খণ্ডাংশ পাওয়া যায় তাকে সমস্ত বস্তুর ভগ্নাংশ বলে।
ধরি, a ও b দুটি পূর্ণ সংখ্যা। তাহলে, a/b কে বলা হয় ভগ্নাংশ।
ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলে লব আর নিচের সংখ্যাটিকে বলে হর।
মনেরেখো,
- কোন ভগ্নাংশকে এক দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের পরিবর্তন হয় না।
- কোন ভগ্নাংশের লব শূণ্য হলে উক্ত ভগ্নাংশের মান শূণ্য হয়।
আরও পড়ুনঃ
- ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি?
- কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?
- তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা
- শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ।
ভগ্নাংশ কত প্রকার ও কি কি ?
দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বা Fraction বলে। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার।
ক। সাধারণ ভগ্নাংশ
খ। দশমিক ভগ্নাংশ
প্রকৃতি/গঠন অনুসারে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার
১। প্রকৃত
২। অপ্রকৃত
৩। মিশ্র
প্রকৃত ভগ্নাংশ
যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ।
যেমন:- ৪/৫ এবং ২/৩
অর্থাৎ, হর > লব
অপ্রকৃত ভগ্নাংশ
যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
যেমন:- ৫/২ এবং ৭/৩
অর্থাৎ, হর < লব
মিশ্র ভগ্নাংশ
পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।