সংখ্যা কাকে বলে? সংখ্যা কত প্রকার ও কি কি?
আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা সম্বন্ধে জানবো । সংখ্যার বিভিন্নতা সম্বন্ধে জানতে গেলে প্রথমেই যা চলে আসে তা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা প্রায় সকলেই সংখ্যা কি তা জানি এবং ছোটবেলা থেকে পড়ে আসছি কিন্তু তাও আমরা বারবার ভুলে যায়।আজকে আমরা সংখ্যা কাকে বলে জানবো এবং সংখ্যার সঠিক ধারনা নিব। প্রিয় পাঠক তাই আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন।
সংখ্যা কাকে বলে?
সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা । সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে বলা হয় অঙ্ক । দশটি অঙ্ক সহ আরও কতকগুলি চিহ্নের ( যেমন দশমিক বিন্দু , বর্গ , বর্গমূল ইত্যাদি ) সাহায্যে যা তৈরি হয় , তাকে সংখ্যা বলে ।
আপনি পছন্দ করতে পারেনঃ
সংখ্যা কত প্রকার ও কি কি?
এবারে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা সম্বন্ধে জানবো । সংখ্যার বিভিন্নতা সম্বন্ধে জানতে গেলে প্রথমেই যা চলে আসে তা হলো স্বাভাবিক সংখ্যা ।
সংখ্যা মূলত দুই প্রকার । যথা
1.বাস্তব সংখ্যা
2.অবাস্তব সংখ্যা
বাস্তব সংখ্যা কত প্রকার?
বাস্তব সংখ্যা কে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যথা
1. মুলদ
2. অমূলদ
মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে ৷ যথা
1. পূর্ণ সংখ্যা
2. ভগ্নাংশ সংখ্যা
পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে ৷ যথা
1. ধনাত্বম পূর্ণ সংখ্যা
2. শূন্য
3. ঋণাত্বক পূর্ণ সংখ্যা
ধনাত্বম পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে ৷ যথা
1. মৌলিক সংখ্যা
2. এক
3. যৌগিক সংখ্যা
ভগ্নাংশ কত প্রকার ?
ভগ্নাংশ দুই প্রকার । যথা :
1. সাধারণ ভগ্নাংশ সংখ্যা
2. দশমিক ভগ্নাংশ সংখ্যা
সাধারণ ভগ্নাংশ কত প্রকার ?
সাধারণ ভগ্নাংশ দুই প্রকার । যথাঃ
1.প্রকৃত ভগ্নাংশ
2.অপ্রকৃত ভগ্নাংশ
দশমিক ভগ্নাংশ কত প্রকার ?
দশমিক ভগ্নাংশ তিন প্রকার । যথাঃ
সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা
অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা । .
আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা
বাস্তব সংখ্যা কাকে বলে ?
সাধারণত যে সংখ্যাকে সংখ্যারেখায় প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলা হয় । অন্যভাবে বলতে গেলে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয় ।
মূলদ সংখ্যা কাকে বলে ?
p ও q পূর্ণসংখ্যা এবং q = 0 হলে , p / q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় ।
যেমনঃ 3 / 1 = 1 , 01 / 2 = 5.5 ইত্যাদি
আরও দেখুন ঃ