এসএসসি ২০২২ ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান (১০ম শ্রেণি ২০২৪)
দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও পাঠ থেকে দূরে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৩১ আগস্ট ২০২৪ মাউশি ওয়েবসাইট ২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহ প্রশ্ন সহ প্রকাশ করা হয়।
দেশের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের দশম শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ কার্যক্রম শুরু হবে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে এবং শিক্ষার্থীরা তা সম্পন্ন করে এক সপ্তাহের মধ্যে জমা দিবে।
পাঠকদের জন্য অষ্টম সপ্তাহে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ, লেখার নির্দেশনা ও মূল্যায়ন নির্ধারক সমূহ বিস্তারিত উল্লেখ করা হলো।
এসএসসি ২০২২ ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
২০২৪ সালের দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অষ্টম সপ্তাহের নির্ধারিত এসাইনমেন্ট সমূহ হলো – বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ।
শিক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ বিভাগভিত্তিক আলাদা আলাদা পিডিএফ আকারে দেয়া হলো এবং সেগুলোর সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হলো যাতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে তাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারে।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান
অষ্টম সপ্তাহে প্রকাশকরা এসাইনমেন্ট সমূহে শিক্ষার্থীদের জন্য সমাধান লেখার কৌশল সমূহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে অধ্যায়ন পূর্ব অর্জিত জ্ঞান এবং ইন্টারনেট ও অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট বিষয়সমূহের সমাধান করবে।
যেখান থেকে তথ্য সংগ্রহ করুন শিক্ষার্থীরা অবশ্যই নিজেদের মেধা মনন কে ভালোভাবে কাজে লাগিয়ে তাদের অ্যাসাইনমেন্ট গুলোর একটি ইউনিক উত্তর রেডি করার চেষ্টা করবে যাতে তারা মূল্যায়নের সর্বোচ্চ ফলাফল পায়।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ বাংলা ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-৩, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ বাংলা শব্দগঠনের উপায় বর্ণনা এবং ‘মমতাদি’ গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ বাংলা শব্দগঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ১. উপসর্গ, প্রত্যয় ও সমাস – বাংলা শব্দগঠনের এই তিন উপায় সম্পর্কে বর্ণনা। ২. ‘মমতাদি’ গল্প থেকে উপসর্গ, প্রত্যয় ও সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা।
নমুনা:
ক. উপসর্গসাধিত শব্দ: উপদেশ = উপদেশ: তৎসম উপসর্গ।
খ. প্রত্যয়সাধিত শব্দ: কৃতজ্ঞতা = কৃতজ্ঞ + তা: তদ্ধিত প্রত্যয়।
গ. সমাসসাধিত শব্দ: রান্নাঘর = রান্নার নিমিত্ত ঘর: ৪র্থী তৎপুরুষ।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ পদার্থ বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ একজন সাইকেল আরােহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি ও দক্ষতা কীভাবে কাজ করে তা গাণিতিকভাবে নির্ণয়।
চিত্রে সাইকেল আরােহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানাে হয়েছে
(ক) সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তি পর্যন্ত সুষম ত্বরণে চলল।
(i) এই সময়ে বাতাসের বাধা কীভাবে কাজ করে তা বর্ণনা কর।
(ii) সাইকেলটির গতি বাড়ানাের সময় আনুভূমিক বলদ্বয়ের তুলনা কর।
(খ) সাইকেল এবং সাইকেল আরােহীর মােট ভর 75 kg. কোনাে এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 ms-1, আরােহীর প্রয়ােগকৃত বল 30N এবং বাতাসের বাধা 210 N নির্ণয় কর;
(i) সাইকেলসহ আরােহীর মােট গতি শক্তি।
(ii) সাইকেলসহ আরােহীর ত্বরণ।
(গ) সাইকেলটি চলার সাথে সাথে, প্যাডেল থেকে পেছনের দিকে চাকাতে শক্তি সঞ্চারিত হয়;
চিত্র ২: প্যাডেলে শক্তি ইনপুটের সাথে কী ঘটে তা দেখায়।
(i) শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। এটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা কর।
(ii) প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় কর।
শিখনফল/বিষয়বস্তু: বল ও ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তির পরিমাপ করতে পারবে। কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৬৬, ৮৭, ১০২ ও ১১৯-১২০ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ;
শিখনফল/ বিষয়বস্তুঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ; ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক; আর্থ সামাজিক উন্নয়নের ধারণা;
এসএসসি পরীক্ষা ২০২২ অষ্টম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নং-২, স্তর: এসএসসি পরীক্ষা ২০২২, সপ্তাহ: ৮ম
অ্যাসাইনমেন্টঃ
ক. পৃথিবীর পশ্চিম বা পূর্বে গমনাগমনের ক্ষেত্রে ১৮০°দ্রাঘিমা রেখায় তারিখ, বার ও সময়ের কার্যকারিতা ব্যাখ্যা কর; খ. যুক্তরাজ্যে সকাল ৮টা হলে তখন। বাংলাদেশের সময় নিরূপণ;
শিখনফল/বিষয়বস্তুঃ • অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ গুরুত্বপূর্ণ রেখাসমূহ ব্যাখ্যা এবং এদের গুরুত্ব বর্ণনা করতে পারবে • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করে মানচিত্রে বিভিন্ন স্থান শনাক্ত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ): • গুরুত্বপূর্ণ রেখাসমূহ এবং আন্তর্জাতিক তারিখ রেখারব্যাখ্যা ও গুরুত্ব বর্ণনা • অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা। • আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে সময় নিরূপণ করা।
২০২২ এসএসসি ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগভিত্তিক আলাদাভাবে পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে অষ্টম সপ্তাহের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত এসাইনমেন্ট এর বিষয় সমূহ পিডিএফ ডাউনলোড করে নিন।
অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
আরও দেখুন:
- এসএসসি ২০২৪ সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশিত | বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা
- এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান
- এইচএসসি ২০২৪ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত | সকল বিভাগ পিডিএফ ডাউনলোড