এস এস সি ২০২৪ ষষ্ঠ সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর দেখুন
২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সমাধান। ১০ শ্রেণি বা এসএসসির ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dshe.gov.bd) প্রকাশ করা হয়েছে। আপনি যদি ২০২৪ এসএসসি (SSC) পরীক্ষার্থী হয়ে থাকেন তবে দেখে নিন এসএসসি ষষ্ঠ সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর।
প্রাণঘাতী করোনাভাইরাস এর অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে এসএসসি ২০২৪ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৪ অধিদপ্তরের ওয়েবসাইটে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।
এস এস সি ২০২৪ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান
বিষয় কোড: ১৪৬
মোট নম্বর: ১২
অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-ষষ্ঠ; জাবেদা;
অ্যাসাইনমেন্ট: লেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত;
সহায়ক তথ্য:
সাফওয়ান এন্টারপ্রাইজ এর ২০২৪ সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ;
মার্চ ১২ ৪% বাট্টায় সিয়াম ব্রাদার্স এর কাছ থেকে প্রতি ফুট ৬০ টাকা দরে ৪৫০ ফুট পাইপ ক্রয়; বিমা খরচ ১,২০০ টাকা; চালান নং ২০;
মার্চ ১৫ মদিনা ট্রেডার্স এর নিকট হতে থেকে প্রতি ফুট ৩০ টাকা দরে ৪৮০ ফুট বৈদ্যুতিক তার ক্রয়; কারবারি বাট্টা ২.৫%। চালান নং ২৫। শর্ত ৩/১৫, নিট ৩০;
মার্চ ১৭ সিয়াম ব্রাদার্সকে পরিমাণে অতিরিক্ত হওয়ায় ২০ ফুট পাইপ ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-০৮;
মার্চ ২০ মদিনা ট্রেডার্সকে ৩০ ফুট বৈদ্যুতিক তার নষ্ট থাকার কারণে ফেরত দেয়া হল। ডেবিট নােট নং-১১;
শিখনফল/ বিষয়বস্তু:
ক) চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নােটের ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নােটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা;
খ) লেনদেন হতে ক্রয় জাবেদা প্রস্তুত করা;
গ) লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা;
এস এস সি ২০২৪ ষষ্ঠ সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
বন্ধুরা এ ছিল তোমাদের এসএসসি ২০২৪ ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তরলেনদেন লিপিব্ধকরণে বিশেষ জাবেদা প্রস্তুত।
আরও উত্তর দেখুন: