শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ।
প্রিয় পাঠক আজকে আমরা জানবো বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে । সাধারন বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তি । আমরা সবাই প্রাত্যহিক জীবনে শক্তির সাথে নানা ভাবে জড়িত। । আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ সম্পর্কে। প্রিয় পাঠক তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন তাহলে শক্তির প্রকারভেদ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন।
শক্তি কাকে বলে?
কাজ করার সামর্থকে শক্তি বলে। কাজ হচ্ছে বল ও বলের দিকে স্মরণের গুণফল। কৃতকাজের পরিমাণ দ্বারায় শক্তি পরিমাপ করা যায়। অর্থাৎ, কোন বস্তুর শক্তি হচ্ছে ঐ বস্তুটি মোট কতটুকু কাজ করতে পারে। কাজ আর শক্তিকে একই বিষয় বলা যায় কারণ কাজ এবং শক্তির একক একই- জুল(J)।
শক্তির প্রকারভেদ
পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।শক্তি নানা প্রকারের – আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, মহাকর্ষীয় শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, পরমাণু শক্তি এবং আরও কত কী। প্রতিটি শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় বা পরিবর্তিত করা যায়।
রাসায়নিক যৌগের বন্ড বা বন্ধনে (অণু ও পরমাণু) যে শক্তি সঞ্চিত আছে তা-ই রাসায়নিক শক্তি। রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত তাপ হিসাবে রাসায়নিক শক্তি নির্গত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কাঠ, কয়লার মতো জ্বালানি পুড়িয়ে আমরা সেগুলির রাসায়নিক শক্তি ব্যবহার করি।
আরও দেখুন :
- বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকে?
- কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?
- তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা
- গতি কাকে বলে? কত প্রকার ও কি কি?
বিদ্যুৎ শক্তি
তড়িৎ পরিবাহী পদার্থে ছুটন্ত ইলেকট্রনরা যে শক্তি বহন করে তা-ই বিদ্যুৎ শক্তি। সবচেয়ে পরিচিত ও কার্যকর শক্তি হল বিদ্যুৎ শক্তি। উদাহরণ, বজ্রবিদ্যুৎ। অন্য ধরনের শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। যেমন, কয়লার মতো জ্বালানিতে যে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে, বিদ্যুৎকেন্দ্রগুলো সেই শক্তিকে নানা পদ্ধতিতে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করে।
যান্ত্রিক শক্তি
একটি বস্তু বা ব্যবস্থার গতিজনিত যে শক্তি তা-ই যান্ত্রিক শক্তি। উদাহরণস্বরূপ বলা যায়, মেশিন তার যান্ত্রিক শক্তিকে ব্যবহার করেই কাজ করে। যান্ত্রিক শক্তি প্রধানত দুইভাগে বিভক্ত করতে পারি, যথা- বিভব শক্তি ও গতি শক্তি।
বিভব শক্তি
স্বভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে বিভব শক্তি বলে।
গতি শক্তি
কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে গতি শক্তি বলে।
তাপ শক্তি
একটি বস্তু বা ব্যবস্থার তাপমাত্রাজনিত যে শক্তি তা-ই তাপ শক্তি। যেমন, ভ্রাম্যমাণ বা কম্পমান অণুর শক্তি। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা রান্না করতে সূর্যের বিকিরণকে কাজে লাগাই।
পরমাণু শক্তি
প্রতিটি পরমাণুর মধ্যে যে শক্তি মজুত আছে তা-ই পরমাণু শক্তি। ফিউশন (পরমাণু জুড়ে) বা ফিশন (পরমাণু ভেঙে) প্রক্রিয়ায় পরমাণু শক্তি উৎপাদন করা যায়। তবে ফিশন প্রক্রিয়ার চলই বেশি।
ইউরেনিয়াম হল প্রধান কাঁচামাল। বিশ্বের বিভিন্ন জায়গায় ইউরেনিয়াম খনি থেকে উত্তোলন করা হয়। প্রক্রিয়াকরণের মাধ্যমে এই ইউরেনিয়াম থেকে তৈরি করা হয় ছোট ছোট গুলি। যার ফলে আমরা পাই উন্নত মানের ইউরেনিয়াম বা রেডিওঅ্যাকটিভ আইসোটোপ। এর পর ওই গুলিগুলোকে লম্বা রডে চাপিয়ে বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাকটরে ঢুকিয়ে দেওয়া হয়। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাকটরের ভিতর ইউরেনিয়াম পরমাণুগুলো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় ভেঙে যায়। আরও যে সব বিভাজনপ্রবণ পদার্থ আছে তা হল, প্লুটোনিয়াম আর থোরিয়াম।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আপনি পছন্দ করতে পারেন :