রিতু নামের অর্থ কি? জেনে নিন (বাংলা, আরবি অর্থ সহ)
রিতু নামের অর্থটি খুব সুন্দর। বাংলাদেশ অনেক মেয়ে শিশুর নাম রিতু রাখা হয়ে থাকে। আমাদের দেশে বেশ পরিচিত এই নামটি। শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশেই এই নামটি বেশ পরিচিত। মূলত এই নামটি স্ত্রীলিঙ্গ প্রকাশ করে থাকে তাই শুধুমাত্র মেয়েদের এই নামটি রাখা হয়। আমাদের আশেপাশে অনেকের এই নাম দেখা যায় তবে আমরা অনেকেই হয়তো জানি এই রিতু নামের অর্থ কি? জেনে নিন রিতু নামের অর্থ কি? (বাংলা,আরবি অর্থ সহ)
রিতু নামের অর্থ কি?
রিতু নামটি খুব সুন্দর একটি নাম। বাংলাদেশে অনেক মেয়ে শিশুর নাম রিতু রাখা হয়। রিতু নামের অর্থ হলো মৌসম, মৌসাম। রিতু নামের আক্ষরিক অর্থ হলো মৌসম বা সিজান। অর্থ সুন্দর হওয়ার কারনে বাংলাদেশে এই নামটি বেশ পরিচিত একটি নাম। বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তান এ এই নামের প্রচলন দেখা যায়।
আরো দেখুন:
- রিয়া নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
- রাজিব নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
- সাওদা নামের অর্থ কি? জেনে নিন, (বাংলা,আরবি অর্থ সহ)
রিতু নামের আরবি অর্থ কি?
রিতু নামটি মূলত সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। এই নামের তেমন কোনো আরবি অর্থ নেই। এছাড়াও এই রিতু নামের আরবি অর্থ কি তা সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায় নি।আরবি নাম না হলেও এই নামের অর্থ অনেক সুন্দর। যার ফলে আমাদের আশেপাশে অনেক মেয়ের নাম রিতু রাখা হয়ে থাকে।
রিতু কি ইসলামিক নাম?
রিতু শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। এটি কোনো আরবি শব্দ নয় বা এই নামের তেমন কোনো আরবি অর্থ নেই। যেহেতু এই নামের আরবি অর্থ নেই সেহেতু বলা যায় এটি ইসলামিক নাম নয়। রিতু নামটি ইসলামিক নাম না হলেও বেশ সুন্দর অর্থ বহন করে এই নাম। এছাড়াও রিতু নামটি একটি আধুনিক ও স্টাইলিশ নাম।
চলুন দেখে নেয়া যাক রিতু নাম দিয়ে আরও কিছু সুন্দর সুন্দর নাম।
- রিতু সুলতানা
- রিতু জান্নাত
- রিতু হাসান
- রিতু পারভীন
- রিতু মুহাম্মদ
- রিতু ইবনাত
- রিতু আলম
- রিতু আক্তার
- রিতু খাতুন
- রিতু বেগম
- রিতু হোসেন
- রিতু ইসলাম
- রিতু খান
- রিতু চৌধুরী
- রিতু রহমান
- রিতু সরকার
- রিতু আহমেদ
- রিতু আলী
- রিতু শেখ
- রিতু হক
- রিতু মাহতাব
- রিতু নাওয়ার
- উম্মে আক্তার রিতু
- ছামিয়া খান রিতু
- আফিয়া রিতু
- সারমিন জাহান রিতু
- রাফিয়া তাসনিম রিতু
- নুসরাত জাহান রিতু ।
মানুষ যে ধর্মেরই হোক না কেন প্রত্যেক ধর্মে সন্তানের অর্থ সহ সুন্দর নাম রাখার ব্যাপারে বলা হয়েছে। অর্থ সহ সুন্দর, ইসলামিক নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতেও প্রভাবিত করবে। এছাড়াও ইসলামী শরীয়তে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। আমরা অনেক সময় অর্থ না জেনেই সন্তানের নাম রেখে দিই। ছেলে-মেয়ের নাম রাখার পূর্বে অবশ্যই অর্থ জেনে নেওয়া উচিত । আশা করি এই পোস্টটি শীঘ্রই যারা বাবা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে।