সফটওয়্যার কাকে বলে? কত প্রকার কি কি?
প্রিয় পাঠক আজকে আমরা জানবো সফটওয়্যার সম্পর্কে । আমাদের মোটামুটি এই বিষয়ে প্রায় সবার কম বেশি প্রত্যেকের কিছু না কিছু জ্ঞান আছে। তাই আজ এই সফটওয়্যার নিয়ে আলোচনা করবো এবং খুঁটিনাটি সব কিছু জানব। তাই আর দেরি না করে পুরো পোস্টটি ভাল ভাবে পড়ুন ।
সফটওয়্যার কাকে বলে?
সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কে নির্দেশ করে কি করতে হবে ও বা কিভাবে করতে হবে সেটা বলে দেই,তাকেই সফটওয়্যার বলে।সফটওয়্যার হল কম্পিউটারের প্রাণ।
কম্পিউটারে বিভিন্ন রকমের সফটওয়্যার আছে তার ভিতরে কিছু ব্যবহারিক সফটওয়্যার আছে। যা নিত্যদিন প্রয়োজন পড়ে । তার ভিতর অফিস ট্যুলস অ্যাপলিকেশন আছে । আবার মাইক্রোসফট অফিস ট্যুলস সফটওয়্যারটির দ্বারা বিভিন্ন ধরণের তথ্য ভান্ডার , ডাটাবেজ,প্রেজন্টেশন প্রভৃতি তৈরি করা যায় ।
আবার সাধারণভাবে কম্পিউটার চালনা করার জন্য এক ধরণের সফটওয়্যার আছে। সেগুলিকে বলা হয় অপারেটিং সিস্টেম। যেমনঃ মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস,প্রভৃতি। অপারেটিং সিস্টেম জাতীয় সফটওয়্যারগুলি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যারের ভিতরে সম্পক সাধন করে কার্যক্ষম করে তুলে । এছাড়াও সফটওয়্যারগুলি কম্পিউটারের দ্বারা সকল প্রকারের কাজ সম্পাদনে সাহায্য করে।
আপনি পছন্দ করতে পারেন :
সফটওয়্যার কত প্রকার কি কি?
কম্পিউটার সফটওয়্যার হলো তিন প্রকার । যা নিচে তুলে ধরা হলো। যেমনঃ
১। সিস্টেম সফটওয়্যার
২। এপ্লিকেশন সফটওয়্যার
৩। প্রোগ্রামিং
আর এই কারণে, আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার (software) ও এপ্লিকেশন প্রতি দিন ব্যবহার করছি।
আমরা বর্তমান সময়ে মোটামুটি সবাই Smartphone, Laptop এবং Tab, desktop,PC নিয়ে ঘাটা ঘাঁটি করে থাকি। তাই, সফটওয়্যার নিয়ে সাধারণ জ্ঞান আমাদের প্রত্যেকের আছে।
কারণ, টেকনিক্যালি একটি সফটওয়্যার কি এবং এর সঠিক সংজ্ঞা কি? তা হয়তো হয়তো অনেকেই জানে না।
তাই আজকে আপনাদের আমি একটি কম্পিউটার সকল সফটওয়্যার এর বিষয়ে জানাবো
একটি কম্পিউটার (computer) হলো এক ধরণের electronic device, সেটা বিভিন্ন রকমের কাজগুলো একসাথে প্রসেস ও শেষ করে।
এবং, কম্পিউটারে বিভিন্ন কাজ গুলো শেষ করার মাধ্যমে বিভিন্ন রকমের physical hardware এর দরকার হয়, যেগুলোকে চোখে দেখা যায় এবং হাতেও স্পর্শ করা যায়।আর, এই হার্ডওয়্যার (hardware) গুলোকে যে programs এবং commands গুলো চালায়, তাকেই বলা হয় “software“।
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন:
- রেখা কাকে বলে?কত প্রকার ও কি কি?
- সংখ্যা কাকে বলে? সংখ্যা কত প্রকার ও কি কি?
- অরবিটাল কাকে বলে? বিভিন্ন অরবিটালের আকৃতি।