কুফরির পরিণাম ব্যাখ্যা কর।
কুফর শব্দের অর্থ হল অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। কুফর হল ইমানের বিপরীত।
অর্থাৎ তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লহার হ্রকৃম আহকাম ইত্যাদি অবিশ্বাস করাই
হল কুফর বা কুফরি করা। ঘে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার
করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কুরআন এবং হাদিসের কিছু বর্ণনা তুলে ধরা হলো-
“নিশ্চয় মুশরিক ও আহলে কিতাবের যারা কুফরি করেছে তাদের স্থান জাহান্নামে। সেখানে তারা
চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই হলো সর্বনিকুষটসৃষ্টিজীবা” (সাকা আতও)
আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নামে। এবং সেখানে তারা সারাজীবন থাকবে।
এছাড়া দুনিয়াতেও কাফিরদের জন্য আঘাব রয়েছে। আল্লাহ বলেন:
“আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং আকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই
আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম; কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর
তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম।” (আল আরাফ আাম্াত5৬)
এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা কুফরি করে তারা দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বহ্িত হয় এবং
পরকালেও ভোগ কঠিন আষাব।
সুতরাং আমাদের উচিত আল্লাহর নিকট কুফর থেকে আশ্রয় প্রার্থনা করা।