এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
উচ্চ মাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সরকারি বেসরকারি কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণি এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।১৩ জুন ২০২৪ সরকারি বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।
কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মোট ৩০ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি।
আপনি পছন্দ করতে পারেন-
- ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট
- দাখিল ২০২২ পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা উত্তর
- এসএসসি পরীক্ষা ২০২২ এর দশম শ্রেণি ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
৩০ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মধ্যে প্রথম সপ্তাহের জন্য বাংলা, পদার্থ, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচীর আলোকে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
২০২২ এসএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা ১ম পত্র
এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহ বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম সপ্তাহের বাংলা প্রথম পত্রের ২০ নম্বরের অ্যাসাইনমেন্টের সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রথম অ্যাসাইনমেন্ট কি হলোঃ অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ।
এসাইনমেন্টের সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে এবং সুযোগ্য সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নের ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে।
বাংলা প্রথম পত্র প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখার জন্য শিক্ষার্থীরা নির্দেশনা, ধাপ অথবা পরিধি সমূহ অনুসরণ করবে-
১. অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার বিরোধিতা মনোভাবের পরিচয়।
২. অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণী জীবন কেমন হতে পারতো, এর বিবরণ।
৩. বাস্তব অভিজ্ঞতা থেকে চেনাজানা কোন নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা।
৪. পঠিত গল্প চেনাজানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা গুলি চিহ্নিত করা।
৫. শব্দ প্রয়োগ, বাক্য গঠন, বানান, বিরাম চিহ্ন যথাযথ রাখা।
একটি নমুনা প্রশ্নের উত্তর দেখুন:অপরিচিতা’ গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ
এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান
২০২২ সালের এইচএসসি পরীক্ষা এর দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান পাঠ্যবই থেকে প্রথম সপ্তাহে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রথম এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা শিখনফল ও বিষয়বস্তুর আলোকে নির্দেশনা অনুসরণ করে পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।
এ্যাসাইনমেন্টঃ তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।
(ক) বলটির বেগ নাম সময়ের গ্রাফ আঁকো। (খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত। (গ) ঐ বিন্দুতে ত্বরণ কত? (ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?
(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2
(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে? (২) সূতার টান কত? (৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো?
শিখনফলঃ ১. অবস্থান সময় ও বেগ-সময় লেখচিত্র বিশ্লেষন পারবে। ২। পড়ন্ত বস্তুর সূত্র ব্যাখ্যা করতে পারবে। ৩। বলের স্বামূলক ধারণ ব্যাখ্যা পারবে।
এ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনাঃ গতিবিদ্যা ও নিউটনিয়ান বলবিদ্যা;
এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পৌরনীতি ও সুশাসন
এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। পৌরনীতি ও সুশাসন পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি অধ্যায়নের পর শিক্ষার্থীরা নির্বাচন সম্পন্ন করবে।
অ্যাসাইনমেন্ট নম্বর: ১, (প্রথম অধ্যায়ঃ পৌরনীতি ও সুশাসন পরিচিতি),
এসাইনমেন্ট এর শিখনফলঃ ১. পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে, এবং ২. পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবে।
অ্যাসাইনমেন্টঃ নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা কর।
নির্দেশনা/সংকেতঃ ১. পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি, ২. সুশাসনের বৈশিষ্ট্য পৌরনীতি ও ৩. সুশাসনের ক্রমবিকাশ;
একটি নমুনা প্রশ্নের উত্তর দেখুন:নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক নিবন্ধ রচনা কর
এইচএসসি ২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট অর্থনীতি
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অর্থনীতি পাঠ্যবই প্রথম পত্র থেকে প্রথম সপ্তাহে ২০ নম্বরের এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টে উল্লেখিত নির্দেশনা সংকেত এবং মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অর্থনীতি প্রথম পত্র প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করে অন্যান্য বিষয়ের সাথে জমা দিবেন।
তোমাদের জন্য এইচএসসি অর্থনীতি প্রথম পত্র বিষয়ে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ এবং পড়াশোনা করে নিচে দেয়া হল।
অ্যাসাইনমেন্টঃ হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখন্ড জমিতে ধান ও গম উৎপাদনের নিন্মরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে।
যেমন: ধান উৎপাদন যখন ১৬, ১০ ও ০ মন হয়, তখন উৎপাদন হয় যথাক্রমে ০, ১০, ও ১৬ মন। প্রাপ্ত তথ্যের আলােকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ কর।
শিখনফল ও বিষয়বস্তুঃ (প্রথম অধ্যায়ঃ মৌলিক অর্থনীতির সমস্যা ও এর সমাধান)
২. উৎপাদন সম্ভবনা রেখা অঙ্কন; ৩. নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ; ৮. মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে;
আরো দেখুন:
লােকশিল্পের যে কোনাে একটি উপাদান প্রস্তুতকরণ
One of my favorite dishes and its preparing methods.
২০২২ এসএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট