যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
ব্যবসা বিভাগ এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর উত্তর/ সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে- যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ।
আমরা এইচএসসি পরীক্ষা ২০২২ সালের ৭ম সপ্তাহের হিসাব বিজ্ঞান ২য় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।
এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
পদ্মা ভ্যালি লিমিটেড এর অনুমােদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ৭০,০০০ শেয়ার, যার মধ্যে ইস্যুকৃত ৪০,০০০ ও বিলিকৃত প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩২,০০০ শেয়ার। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরুপ:
সমন্বয়সমূহঃ
- ১. সমাপনী মজুদ পণ্য ৯০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে ২,৫০০ টাকা মূল্যের অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে।
- ২. শেয়ার অধিহারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলােপন এর জন্য সমন্বিত হবে এবং অবশিষ্টাংশ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
- ৩. নীট মুনাফার ৫,০০০ টাকা দিয়ে নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে।
- ৪. বিবিধ দেনাদারের ৫,০০০ টাকা অনাদায়ী পাওনা বাবদ অবলােপন করতে হবে। অবশিষ্ট দেনাদারের উপর ৫% নিয়ে অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে।
- ৫. কোম্পানির ১,০০০ টাকার একটি দুর্ঘটনাজনিত দাবি রয়েছে, যা এখন পর্যন্ত কোম্পানি অস্বীকার করেছে।
- ৬. যন্ত্রপাতির মধ্যে নুতন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত আছে, যার মুল্য ৫,০০০ টাকা, যা ১ জুলাই ২০২৪ তারিখ ক্রয়কৃত, যন্ত্রপাতির উপর অবচয়ের হার ৫%।
- ৭, ক্যাশিয়ার কর্তৃক ক্যাশবাক্স থেকে টাকা চুরি হয়েছে ১,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি।
- ৮, আসবাবপত্রের উপর ১০% অবচয় ধরতে হবে।
- ৯. শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ ঘােষনা করাে।
ক) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করাে।
খ) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করাে।
গ) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ারহােল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করাে।
ঘ) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করাে।
এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান
আরও দেখুন: