Assignment
অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের | নাম লিখ।
অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম নিচে দেওয়া হলোঃ
মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম
সাধারণত কম ওজনের জিনিস মাপতে আমরা সবসময়ই গ্রাম ও কিলোগ্রাম ব্যবহার করে। কিন্তু ওজন পরিমাপের ক্ষেত্রে আপনি যখন অধিক পরিমাণ ওজন পরিমাপের করবেন তখন আলাদা আলাদা মেট্রিক পদ্ধতি ব্যবহার করা লাগবে। নিম্নে তা দেওয়া হলোঃ
১)কুইন্টাল ২)মেট্রিক টন
এক কুইন্টাল সমান 100 কিলোগ্রাম
1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম