Assignment
বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখ।
বিদ্যুৎ পরিবাহিতা কি :
যে ধর্মের কারণে কোন পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহিতা বলে।
বিদ্যুৎ পরিবাহীঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী বলে ।
যেমনঃ তামা,দস্তা, আলুমিনিয়াম, সোনা, পিতল,লোহা, টিন, নিকেল, সীসা, পারদ
বিদ্যুৎ অপরিবাহীঃ যে সকল ধাতু বা পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী বলা হয়।
যেমনঃ কাচ, পলিথিন, প্লাস্টিক, মাইকা, রাবার, চিনামাটি, শুকনা কাঠ ইত্যাদি।