Assignment

দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৪ প্রকাশিত

মাদ্রাসায় অধ্যায়নরত দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ সালের দাখিল পরীক্ষার মূল্যায়নের জন্য ৫ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দেশের মাধ্যমিক স্তরের দাখিল মাদ্রাসা সমূহ বিজ্ঞান ও সাধারণ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ জুন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৪ প্রকাশিত হয়েছিল।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক রচিত মাদ্রাসার দাখিল ২০২২ শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্ধারণ করা ৩০ সপ্তাহের এসাইনমেন্ট এর মধ্যে পঞ্চম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয় ২৯ জুন ২০২৪;

আপনি পছন্দ করতে পারেন-

দাখিল ১০ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্তরের দাখিল মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী ২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে পঞ্চম সপ্তাহের জীববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবইয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা যথাযথ মূল্যায়ন নির্দেশনা সমূহ অনুসরণ করে পঞ্চম সপ্তাহের দাখিল দশম শ্রেণীর নির্ধারিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট স্বাস্থ্যবিধি মেনে জমা দিতে হবে।

৫ম সপ্তাহের দাখিল ২০২২ অ্যাসাইনমেন্ট প্রকাশ উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি।

ইতােমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় | শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়নপূর্বক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

প্রথম পর্যায়ে ৮টি বিষয়ের (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগােল ও পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগ) মূল্যায়ন রুব্রিক্সসহ পঞ্চম সপ্তাহের জন্য নির্ধারিত ‘জীববিজ্ঞান’ ও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

page-001

দাখিল ১০ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জীব বিজ্ঞান

দাখিল স্তরের সরকারি বেসরকারি মাদ্রাসা সমূহ নিয়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞান পাঠ্যবই থেকে পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।

এটি তাদের জন্য জীববিজ্ঞান বিষয়ের প্রথম এসাইনমেন্ট। ধারাবাহিকভাবে এই বিষয়ে থেকে সর্ব মোট আটটি অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হবে।

দাখিল ১০ম শ্রেণীর ৫ম সপ্তাহের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে শিক্ষার্থীরা নির্ধারিত শিখনফল ও বিষয়বস্তু অনুযায়ী অধ্যয়ন করার পর অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।

মূল্যায়ন রুবিকস অনুযায়ী সর্বমোট ২০ নম্বরের এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ১৬ থেকে ২০ প্রাপ্ত শিক্ষার্থীরা অতি উত্তম, ১৪ থেকে ১৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উত্তম, ১০ থেকে ১৩ প্রাপ্ত শিক্ষার্থীরা ভালো, এবং ০ থেকে ৯ প্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রগতির প্রয়োজন হিসেবে মূল্যায়িত হবে।

১. সঠিকভাবে রক্তচাপ গোপাল শ্রেণির পরিমাপ করতে পারবে; এবং ২. বিশ্রামরত অবস্থায় এবং শরীরচর্চার রক্তপাত চাপবো পালস রেট পরিমাপ করতে এবং দুই অবস্থানে পরিমাপকৃত রক্তচাপও পালস রেট বিশ্লেষণ করতে পারবে।

তোমাদের জন্য জীব বিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিস্তারিত দেয়া হলো এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ উল্লেখ করা হলো।

page-013

page-014

 

শ্রেণিঃ দাখিল ১০ম, বিভাগঃ বিজ্ঞান, বিষয়ঃ জীব বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট নং-১, সর্বমোট নম্বরঃ ২০, অধ্যায় ও শিরোনামঃ ৬ষ্ঠ (জীবে পরিবহন)

অ্যাসাইনমেন্টঃ পরিবারের একজন সদস্যের পালস রেট অবস্থায় পরিমাপ করে পাঠসমূহের ব্যাখ্যা প্রদান।

শিখনফল ও বিষয়বস্তুঃ ১. সঠিকভাবে রক্তচাপ ও পালস রেট পরিমাপ করতে পারব; ২. বিশ্রামরত অবস্থায় এবং শরীরচর্চার পর রক্তচাপ ও পালস রেট পরিমাপ করতে এবং দুই অবস্থানে পরিমাপকৃত রক্তচাপ ও পালস রেট বিশ্লেষণ করতে পারব।

নির্দেশনা ও সংকেতঃ
১. পালস রেট বা নাড়িস্পন্দন পরিমাপের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ কর (জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ১৫০-১৫১ দ্রষ্টব্য)।

২. প্রথমে খাতায় নিচের মতাে ছক আঁকতে হবে:

অবস্থা/ধাপ পালস রেট (প্রতি মিনিটে)
১) শােয়া অবস্থায়
২) বসা অবস্থায়
৩) দাঁড়ানাে অবস্থায়
৪) পাঁচ মিনিট
৫) দ্রুতবেগে হাঁটার পরে
৩. পরিবারের একজন সুস্থ্য সদস্যকে তােমার পরীক্ষণে অংশ নিতে অনুরােধ করবে। তােমার নির্দেশনা বুঝতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। তাঁকে পুরাে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি সম্মতি দিলে পরীক্ষণ শুরু করা যাবে।

৩. পরিবারের একজন সুস্থ্য সদস্যকে তােমার পরীক্ষণে অংশ নিতে অনুরােধ করবে। তােমার নির্দেশনা বুঝতে সক্ষম এমন ব্যক্তি হতে হবে। তাঁকে পুরাে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি সম্মতি দিলে পরীক্ষণ শুরু করা যাবে।

৪. সাবধানতা: অনুমতি ছাড়া কারাে উপর পরীক্ষণ করা যাবে না। নিজের উপর পরীক্ষণ করা যাবে না।
৫. পরীক্ষণাধীন ব্যক্তিকে পরীক্ষণের পূর্বে ৬ ঘন্টা চা-কফি বা ধূমপান থেকে বিরত থাকতে হবে। তাঁকে পরীক্ষণের সময় শান্ত ও শিথিল (relaxed) থাকতে হবে। তাই সকালে ঘুম থেকে ওঠার পরপর পরীক্ষণটি করার আদর্শ সময়।

৬. উপরের ছক অনুসারে প্রথমে শােয়া অবস্থায় পালস রেট নির্ণয় করে ছকে পাঠ লিখতে হবে। তারপর যথাক্রমে বসা ও দাঁড়ানাে অবস্থায় পাঠ নিতে হবে এবং ছকে লিখতে হবে।

৭. সবশেষে পাঁচ মিনিট দ্রুতবেগে হীটার পরে দাঁড়ানাে অবস্থায় পালস রেট নির্ণয় করে ছকে পাঠ লিখতে হবে। উল্লিখিত ছক ব্যবহার করে লেখচিত্র আঁকতে হবে। উদাহরণ: শােয়া, বসা, দাঁড়ানাে এবং হাঁটার পরে প্রতি মিনিটে পালস রেট যদি যথাক্রমে ৭০, ৭৫, ৮৫ এবং ১০০ হয় তাহলে তার লেখচিত্রটি উপরে প্রশ্নে দেওয়া আছে;

৮. বিভিন্ন অবস্থায় পালস রেটের পার্থক্য কেন হয় তা ব্যাখ্যা করতে হবে। | [সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শব্দে]

 

দাখিল ১০ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম সপ্তাহে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ের সাথে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর এসাইনমেন্ট দেয়া হয়েছে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এর ভূমিকম্প অধ্যয়ন করার পর শিক্ষার্থীরা নির্ধারিত কাজটি সম্পন্ন করবে।

এটি দাখিল দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবইয়ের দ্বিতীয় এসাইনমেন্ট এর আগে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনবিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রথম এসাইনমেন্ট মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলসহ সকলের ভূমিকা মূল্যায়ন দেয়া হয়েছিল দাখিল ২০২২ দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর সাথে।

তোমাদের জন্য দাখিল দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।

page-008

শ্রেণিঃ দাখিল ১০ম, বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এ্যাসাইনমেন্ট নং-২, সর্বমোট নম্বরঃ ১৬, অধ্যায় ও শিরোনামঃ ৪র্থ, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এর ভূমিকম্প

অ্যাসাইনমেন্টঃ সম্প্রতি সংঘটিত বিশ্বের কয়েকটি দেশের বড় ধরনের ভূমিকম্পের কারণ, উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তালিকা প্রস্তুত কর।

বাংলাদেশে এ ধরনের কোনাে ভূমিকম্প সংঘটিত হলে এবং বিপুল ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসাবে তােমার করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।

শিখনফল/বিষয়বস্তুঃ

১. ভূমিকম্পের ধারনা ব্যাখ্যা করতে পারবে।
২. ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে।
৩. ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করতে পারবে।
৪. ভূমিকম্প ঝুঁকি মােকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়ােজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে।
৫. ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মােকাবিলায় সহযােগিতার মনােভাব তৈরি করবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. সূচনা; খ. যেকোনাে ৪টি দেশের ভূমিকম্পের কারণ ও উৎস উল্লেখ করবে। গ. ঐ ৪টি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা করবে (চিত্রসহ);

ঘ. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করবে। স্বেচ্ছাসেবক হিসেবে তােমার করণীয় (পাঠ্যপুস্তক, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে।)

ঙ. প্রতিবেদনের ধাপ অনুসরণ করে ৪০০ শব্দের মধ্যে প্রতিবেদনটি প্রণয়ন করতে হবে।

দাখিল ১০ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত পিডিএফ ডাউনলোড

 

আরো দেখুন :

  1. গুচ্ছ (gst) ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024| সকল ইউনিট পিডিএফ ডাউনলোড করুন।
  2. ৯ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
  3. ৮ম শ্রেণি ৯ম সপ্তাহের বাংলা ও বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২৪

 

 

 

 

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close