সপ্তম শ্রেণির ১৩ তম সপ্তাহ ২০২৪ অ্যাসাইনমেন্ট ও সমাধান
চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৩তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৫ আগষ্ট ২০২৪ সপ্তম শ্রেণির ১৩ তম সপ্তাহ ২০২৪ অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ আকারে দেয়া হলো;
সপ্তম শ্রেণি ১৩তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
বিষয়: বাংলা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পদ্য;
শিখনফল/বিষয়বস্তু: শােন একটি মুজিবরের থেকে গৌরীপ্রসন্ন মজুমদার;
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
যৌক্তিকতা নিরুপণ ‘’শােন একটি মুজিবরের থেকে” কবিতাটিতে ৭ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়; এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধর;
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তথ্য দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে;
সপ্তম শ্রেণি ১৩তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট
বিষয়: গণিত, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়: চতুর্থ; বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ;
অ্যাসাইনমেন্ট:
২. A = a2 – a + 1, B = a2 + ০ + 1 এবং C = a + a2 + 1 হলে দেখাও যে, BC – B2 – A = 0 ৩. 18×3 + 15×2 = x – 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর এবং প্রাপ্ত রাশিটিকে (2x + 1) ও (3x + 2) এর গুণফল দ্বারা ভাগ কর;
শিখনফল/বিষয়বস্তু:
১. বীজগণিতীয় রাশির গুণ;
২. বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ;
৩. বীজগণিতীয় রাশির যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা;
১. বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বণ্টন বিধি উদাহরণসহ উল্লেখ কর
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
১. শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির গুণ করার জন্য গুণের বিধিগুলাে উদাহরণসহ উল্লেখ করবে;
২. বামপক্ষের রাশিটিকে সরলীকরণ করে A, B ও C এর মান বসিয়ে সঠিক প্রক্রিয়ায় সরলীকরণ করে সমীকরণের সত্যতা যাচাই করবে;
৩. সঠিক প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীভুক্ত করবে এবং প্রাপ্ত রাশিটিকে প্রদত্ত রাশি দুইটির গুণফল দ্বারা ভাগ করবে;
২০২৪ সালের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ
সপ্তম শ্রেণি ২০২৪ শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য ১৩ম সপ্তাহের এক পাতায় অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হলো;
নিচের কাঙ্খিত বাটনে ক্লিক করে তোমার ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এক পাতায় পিডিএফ ডাউনলোড করে নাও;
পিডিএফ ডাউনলোড
আরও দেখুন: