Assignment

ষষ্ঠ শ্রেণির ১৩ তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান

দেশের সকল সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৩ তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৫ আগষ্ট ২০২৪ ষষ্ঠ শ্রেণি ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ।  ষষ্ঠ শ্রেণির ১৩তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান নিয়ে আজকে আমাদের আর্টিকেল।

এনসিটিবি কর্তৃক প্রণীত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ত্রয়োদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ আকারে দেয়া হলো।

Class 6 13th Week Assignment 2024 Answer

১৩তম সপ্তাহে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত এসাইনমেন্ট সমূহ এর কার্যক্রম শুরু হবে ২৮ আগস্ট ২০২৪ থেকে এবং শিক্ষার্থীরা সেগুলো সম্পন্ন করে নির্ধারিত নিয়মে বিষয় শিক্ষকের নিকট জমাদিবে ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের এর মধ্যে জমা দিতে হবে।

পাঠকদের জন্য ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রদত্ত ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্রে উল্লেখিত নির্দেশনার আলোকে পাঠবই এবং বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বাংলা এবং গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহের প্রশ্ন ও সমাধান দেওয়া হল।

৬ষ্ঠ শ্রেণি ১৩তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট

6-9class-Week13-1-page-002

৬ষ্ঠ শ্রেণি ১৩তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট

বিষয়: বাংলা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: সুখ (কবিতা)

শিখনফল/বিষয়বস্তু: পাঠ নম্বর : ০২ সুখ;

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ কর;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

তােমার পাঠ্যবইয়ের সুখ কবিতা ও তার মূলভাব, বিষয়বস্তু মনােযােগ সহকারে পড়তে হবে;

৬ষ্ঠ শ্রেণি ১৩তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

6-9class-Week13-1-page-005

৬ষ্ঠ শ্রেণি ১৩তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

বিষয়: গণিত, অ্যাসাইনমেন্ট নম্বর: ০

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; অনুপাত ও শতকরা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়বস্তু: 

২.১ অনুপাত ২.২ বিভিন্ন অনুপাত ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক ২.৪ ঐকিক নিয়ম;

অ্যাসাইনমেন্ট:

৩। কমলার বর্তমান দাম ৫ % বেড়ে যাওয়ায় ৫৫২ টাকায় পূর্বাপেক্ষা ৮টি কমলা কম পাওয়া যায়;

(ক) ৪% কে ভগ্নাংশে এবং ১৫% কে অনুপাতে প্রকাশ কর;

(খ) প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় কর;

(গ) প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে ২৫২ % লাভ হতাে তা নির্ণয় কর;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

অনুপাত এবং শতকরীর স্পষ্ট ধারণায় সমস্যাটি সমাধান;

২০২৪ সালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

ষষ্ঠ ২০২৪ শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য ১৩ম সপ্তাহের এক পাতায় অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হলো;

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close