প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা
প্রত্যেকটি মানুষের জিবনে কেও না কেও প্রাক্তন থাকেই। আর একসময়ই হইত এই প্রাক্তন কে অনেক ভালোবাসতো । অনেক ঘটা করে জন্মদিনের শুভেচ্ছা দিত। জন্মদিন পালন করত কিন্তু এখন সে প্রাক্তন । তাই বলে কি জন্মদিনের শুভেচ্ছা মেসেজ দেওা বন্ধ থাকবে। আজকে আপনাদের সামনে আমি অনেক গুলো শুভেচ্ছা মেসেজ নিয়ে এসেছি জেইগুলা আপনারা কপি করে আপানাদের প্রাক্তন কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। তাই দেরি নাহ করে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।
প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা
১. শুভ জন্মদিন। আজকে তোমার জন্মদিন। বিগত সময়ের মতই দিনটি খুব মনে পড়ছিল। জন্ম দিন অনেক সুন্দর ভাবে কাটাও। পরিবার পরিজন ও প্রিয় মানুষকে নিয়ে আনন্দ উৎসবে মুখর হয়েউঠুক তোমার জীবন। অতীতের সব পুরনো ব্যাথা, কষ্ট, হতাশা ভুলে সামনের দিকে এগিয়ে যাও। জীবনে সঠিক মানুষকে নিয়ে আনন্দে কাটাও। অনেক অনেক সুখী হও সেই কামনা রইল।
২. শুভ জন্মদিন কাঙ্খিত মানুষ। তোমার জন্ম দিন অনেক উৎসাহ নিয়ে পালন করতাম। তখন তুমি আমার পাশেই ছিলে, কিন্তু আজকে তুমি অনেক দুরে আমার থেকে। তবুও চাই সবসময়ই তুমি খুশি থাকো ভালো থাকো। জন্ম দিন তোমার জীবনে অসংখ্যবার আনন্দ নিয়ে হাজির হোক। অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল। তোমার সুখী জীবন প্রত্যাশা করছি।
৩. জন্ম দিনের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা নাও। সবসময়ই তোমার ভালো চেয়েছি আজও চাই। হয়ত পরিস্থিতির কারণে আমরা আজ অনেক দুরে কিন্তু তোমার জন্য সবসময়ই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তুমি দীর্ঘজীবী হও। জীবনের সকল কঠির বাঁদা পেরিয়ে সফলতার শেষ প্রান্তে পৌঁছাতে পারো। সবসময় আনন্দ ও সুস্থ জীবন কাটাও সেই শুভকামনা রইল।
৪. আমাদের জীবন অনেক ছোট। আর এই ছোট জীবনে আমাদের পরিচয় হয় কিছু মানুষের সাথে যারা হয়ত ক্ষণিকের সৃতি হয়ে আসে আবার হারিয়ে যায়। তোমাকে হারিয়ে ফেলেছি তবে মনে পড়ে সুন্দর দিনগুলোর কথা। আজকের দিনটি বার বার মনে পড়ছে। আজ তোমার জন্মদিন। অনেক উৎসাহ নিয়ে পালন করতাম দিনটি। কিন্তু আজ আমরা অনেক দুরে। তবু দুর থেকেই জানাই শুভ জন্মদিন। তোমার জন্ম দিনটি সুন্দর ও আনন্দময় হোক। ভবিষ্যৎ সুন্দর হোক তোমার। সব রকম কষ্ট থেকে যেন দুরে থাকতে পারো সেই দোয়া করি।
৫. শুভ জন্মদিন। নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমাকে দুর থেকেই জন্ম দিনের অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই। দিনটি সত্যি আনন্দের। অতীতে অনেক আনন্দের সাথে পালন করতাম দিনটি। যাই হোক পুরনো সব জরা, দুঃখ ভুলে এগিয়ে যাও সামনের দিকে। সফল সুস্থ ও সুন্দর থাকো। সুখী জীবন যাপন করো। আর সবাইকে ভালো রাখো নিজেও ভালো থেকো সবসময়।
আরও দেখুন:
৬. হ্যাপি বার্থডে টু ইউ। আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল। আশা করি নতুন জীবনে অনেক সুখে আছো। আমিও চাই সবসময় তুমি সুখে থাকো। তোমার সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করছি। আমার চেয়ে ভালো কাউকে জীবনে পেয়ে অনেক সুখী হও সেই দোয়া করব। আল্লাহ তোমার মনের সব আশা যেন পুরণ করে দেন। যে সুখী জীবনের প্রত্যাশা করেছো সবসময় তা যেন তোমার কাছে ধরা দেয়। অনেক ভালো থেকো।
৭. হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় মানুষ। তুমি চলে গেছো অনেক দিন হয়ে গেল। আজ তোমার জন্ম দিন। এি বিশেষ দিনটিতে মনে পড়ছিল তোমাকে। সত্যি অাজকে অনেক আনন্দের দিন তোমার। জীবনে সব বাঁধা বিপত্তি অতিক্রম করে কাঙ্খিত সফলতায় পৌঁছে যাও সেই দোয়া করি। একজন ভালো মানুষকে অনেক সুখে থেকো। আশা করি পুরনো সব কষ্ট ভুলে নতুন করে জীবন সাজাতে পারবে সেই দোয়া করি। সুখী হও জীবনে ।
৮. সময়ের পরিক্রমায় আজ তুমি আমার প্রাক্তন, কিন্তু একসময় আমরা খুব কাছাকাছি ছিলাম। আজকে যদিও অনেক দুরে আছি, তবুও সবসময়ই তোমার ভালো চাই। আজ তোমার শুভ জন্মদিন। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার জন্য। যে সফলতা পাওয়ার জন্য আমাকে ছেড়ে চলে গেছো সৃষ্টি কর্তা যেন তোমার সেই আশা পুরণ করে দেন। অনেক ভালো থেকো আর সুখী হও জীবনে। দোয়া রইল, আগামীর পথ চলা মসৃণ হোক।
৯. আজ তোমার জন্ম দিন। আমি যদিও এখন তোমার অনেক দুরের মানুষ হয়ে গেছি তবুও তোমার জন্ম দি৷ উইস করতে ভুলিনি আমি। যতই দুরে থাকি না কেন সর্বদা তোমার ভাল চাই। আমি চাই তুমি সবসময়ই সুখে শান্তিতে থাকো। তোমার জীবনের সকল আশা যেন পুরণ হয় সেই প্রার্থনা করব সবসময়। যতই দুরে থাকি না কেন একটাই চাওয়া তুমি ভালো থাকো সবসময়ই। জন্ম দিনের প্রাণঢালা শুভেচ্ছা রইল।
আরও দেখুন: