তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা
আজকে আমরা জানবো জ্যামিতির সাথে সম্পৃক্ত একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। জ্যামিতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অংশ হলো তল। আমরা অনেকে হয়তো এ তলের সঠিক সংজ্ঞা জানিনা বা তল সম্পর্কে তেমন কোনো সঠিক ধারণা নেই। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো তল কাকে বলে? তল কত প্রকার ও কি কি। প্রিয় পাঠক তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন তাহলে তলের সঠিক ধারণা পেয়ে যাবেন।
তল কাকে বলে?
যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। অন্য ভাবে বলা যায়, যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।সাধারণত কোন বস্তুর উপরিভাগ কে তল বলা হয়। অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগ কেই তল বলে।ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক হয়।
তল ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতির সাথে সম্পৃক্ত। তলের দৈর্ঘ্য ও প্রস্থ থাকে। তলের ক্ষেত্রফল পরিমাপ করা হয়। তাই তল দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভূক্ত।সমতল বা বক্রতল যে তলই হোক না কেন – সকল তলই দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভূক্ত। সুতরাং, তলের মাত্রা দুই।
তল কত প্রকার ও কি কি?
যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। তল সাধারণত দুই প্রকারের যথা –
১) সমতল (plane surface)
২) অসমতল বা বক্রতল ( curved surface)
সমতল (plane surface)
যে তলের উপরিভাগ কোথাও উঁচু বা নীচু নয়, অর্থাৎ যে তলের সর্বত্র একই রকম সমান তাকে সমতল বলে। সমতলের কোনো নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার নেই। তবে কোনো কোনো সমতলের নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার আছে।
উদাহরণ: ঘরের মেঝে, আয়না, কাগজের উপরিভাগ ইত্যাদি।
অসমতল বা বক্রতল ( curved surface)
যে তল সমতল না, অর্থাৎ সমতল না হলে সে তলটিকে অসমতল বা বক্রতল বলে।অন্যভাবে বললে যে তল সমতল নয় তাকে বক্রতল বলে। অতএব, বলা যায় সমতল ছাড়া সকল তলই বক্র তল।আবার স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বক্রতলকে সংজ্ঞায়িত করলে দাঁড়ায়, কোনো তলে একটি সরলরেখা আঁকা হলে সরলরেখার প্রতিটি বিন্দু যদি ঐ তলে অবস্থিত না হয়, তবে সেই তলকে বক্রতল বলে।
উদাহরণ : ফুটবলের তল, পাথর বিছানো রাস্তা, ঘরের টিনের চাল ইত্যাদি।
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে জেনে নিলাম তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন: