দর্শক আয়ন কাকে বলে? উদাহরণ সহ
প্রিয় পাঠক আজকে আমরা আলোচনা করবো রসায়ন বিজ্ঞানের দর্শক আয়ন নিয়ে। রসায়ন বিজ্ঞান পরতে গেলে আমরা বিক্রিয়ার সম্মুখীন হয়। বিক্রিয়া করতে গেলে অবশ্যই আমাদের আয়ন সম্পর্কে জানা লাগবে। আয়নগুলি পরমাণু বা অণু যা নেট বৈদ্যুতিক চার্জ বহন করে। কেশনস, আয়নগুলি এবং দর্শকের আয়নগুলি সহ বিভিন্ন ধরণের আয়ন রয়েছে। দর্শকের আয়ন হ’ল এমন একটি যা রাসায়নিক প্রতিক্রিয়ার বিক্রিয়াকর এবং পণ্য উভয় পক্ষের একই আকারে বিদ্যমান। আমরা অনেকেই হইত জানি না দর্শক আয়ন কাকে বলে? আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো দর্শক আয়ন কাকে বলে? প্রিয় পাঠক তাহলে আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ুন তাহলে দর্শক আয়ন সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন।
দর্শক আয়ন কাকে বলে?
দর্শক আয়ন : যে আয়ন রাসায়নিক বিক্রিয়ার উভয় পাশে অপরিবর্তিত থাকে তাকে দর্শক আয়ন বলে।
রসায়নের ভাষায় : কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ উভয় অংশে যে রাসায়নিক মৌল (আয়ন) বা যৌগমূলক অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদের দর্শক আয়ন বলে।
বিক্রিয়ায় এসিডের হাইড্রোজেন আয়ন ও ক্ষারের হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন হিসেবে থাকে। জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এদের দর্শক আয়ন বলে।
আপনি পছন্দ করতে পারেন :
রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? কত প্রকার কি কি ?
ব্যাপন কাকে বলে? ব্যাপনের প্রকারভেদ
দর্শক আয়নের উদাহরণ
সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং কপার সালফেট (CuSO) মধ্যে প্রতিক্রিয়া বিবেচনা করুন4) জলীয় দ্রবণে।
2 NaCl (aq) + CUSO4 (aq) → 2 না+ (aq) + এসও42- (aq) + CuCl2 (গুলি)
এই বিক্রিয়াটির আয়নিক রূপটি: 2 না 2+ (aq) + 2 ক্লি- (aq) + ঘ2+ (aq) + এসও42- (aq) → 2 না+ (aq) + এসও42- (aq) + CuCl2 (গুলি)
সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন এই প্রতিক্রিয়াটিতে দর্শকের আয়ন হয়। তারা সমীকরণের পণ্য এবং প্রতিক্রিয়াশীল উভয় ক্ষেত্রে অপরিবর্তিত প্রদর্শিত হবে। এই আয়নগুলি কেবল “দর্শনীয়” (ঘড়ি) থাকে যখন অন্যান্য আয়নগুলি তামা ক্লোরাইড গঠন করে। নেট আয়নিক সমীকরণ লেখার সময় দর্শকের আয়নগুলি একটি প্রতিক্রিয়া ছাড়াই বাতিল করা হয়, সুতরাং এই উদাহরণের জন্য নেট আয়নিক সমীকরণটি হ’ল:
2 ক্লি- (aq) + ঘ2+ (aq) u CuCl2 (গুলি)
নেট প্রতিক্রিয়াতে দর্শকদের আয়নগুলি উপেক্ষা করা হলেও তারা দেবি দৈর্ঘ্যকে প্রভাবিত করে।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও পড়ুনঃ
- বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
- শ্বসন কাকে বলে ? শ্বসন এর প্রকারভেদ ।
- কাজ কাকে বলে ? কাজের প্রকারভেদ।