নীলফামারী জেলার পোস্ট কোড ও এরিয়া কোড
নীলফামারী জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। নীলফামারী জেলার নাম শুনলে সবাই বাংলাদেশ শেষ সীমানার কথা চিন্তা করে।পোস্ট অফিসের পোস্ট কোড জানতে প্রয়োজন হয়।
বর্তমানে প্রযুক্তির যুগে সবাই ইন্টারনেট ব্যবহার করে। তাই সবাই মোবাইল থেকে নীলফামারী জেলার পোস্ট কোড জানতে চেয়ে অনুসন্ধান করে। তাই আপনারা যাতে খুব সহজেই এই জেলার পোস্ট কোড এবং এরিয়া কোড জানতে পারেন।
তার জন্য আমরা আজকে এই পোস্টে সকল তথ্য নিয়ে এসেছি।আশা করি এটি আপনাকে নীলফামারী জেলার পোস্ট কোড এবং এরিয়া কোড জানতে সাহায্য করবে।
নীলফামারী জেলার পোস্ট অফিস
আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের নিকটস্থ পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চাই। এবং সেটা না জানা থাকলে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়।
বাংলাদেশ ডাক বিভাগ প্রতিটি পোস্ট অফিসকে এখন আরও উন্নত করেছে।তাই আপনি চাইলে তাদের কাছ থেকে ডিজিটাল সেবা পেতে পারেন।
নীলফামারী জেলার সকল পোস্ট অফিসের তথ্য আমাদের এখানে দেওয়া হয়। এবং আজকে আমরা পোস্ট করে এবং এরিয়া কোড তুলে ধরেছি
নীলফামারী জেলার পোস্ট কোড
অনেকেই নীলফামারী জেলার পোস্ট কোড জানতে চান। আপনারা এখান থেকে খুব সহজেই এই জেলার পোস্ট কোড জানতে পারবেন। এবং সবার কথা চিন্তা করে। সকল পোস্ট অফিসের পোস্ট কোড আপনার দিয়েছি।কারণ বলা যায় না কার কখন কোন পোস্ট অফিসের পোস্ট কোড জানার প্রয়োজন পড়ে।
Nilphamari District Post Code
জেলা থানা উপকার্যালয় পোস্ট কোড (ডাক সংকেত)
নীলফামারী ডিমলা ডিমলা ৫৩৫০
নীলফামারী ডিমলা ঘাগা খড়িবাড়ি ৫৩৫১
নীলফামারী ডোমার চিলাহাটি ৫৩৪১
নীলফামারী ডোমার ডোমার ৫৩৪০
নীলফামারী জলঢাকা জলঢাকা ৫৩৩০
নীলফামারী কিশোরীগঞ্জ কিশোরীগঞ্জ ৫৩২০
নীলফামারী নীলফামারী সদর নীলফামারী সদর ৫৩০০
নীলফামারী নীলফামারী সদর নীলফামারী চিনি মিল ৫৩০১
নীলফামারী সৈয়দপুর সৈয়দপুর ৫৩১০
নীলফামারী সৈয়দপুর সৈয়দপুর উপশহর ৫৩১১
নীলফামারী জেলার এরিয়া কোড
আপনি যদি নীলফামারী জেলার একজন বাসিন্দা হন।তাহলেও আপনাকে বিভিন্ন প্রয়োজনে এই জেলার এরিয়া কোড জানতে হবে।প্রতিটি জেলার নির্দিষ্ট অংশের জন্য আলাদা আলাদা এরিয়া কোড থাকে। তাই আপনারা যারা নীলফামারী জেলার এরিয়া কোড জানবেন। তারা আমাদের এই পোস্টে তালিকাটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে নীলফামারী জেলার এরিয়া কোড দেওয়া আছে।
আশাকরি এখান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। পোস্টটি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে। আর আপনার যদি পোস্ট কোড সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরো দেখুন :