হিন্দু মেয়ে শিশুর সুন্দর নাম – হিন্দু মেয়েদের নামের তালিকা অর্থসহ (সকল অক্ষর দিয়ে)
প্রতিদিন হাজার হাজার শিশু জন্মগ্রহণ করছে পৃথিবীতে। ভারত বিশ্বের সর্ববৃহৎ হিন্দু রাষ্ট্র। এখানকার জনসংখ্যা আনুমানিক ১৪০ কোটি। সে হিসেবে প্রতিদিন প্রচুর পরিমাণে হিন্দু শিশু পৃথিবীর আলো দেখছে।
আজকে আপনার কন্যা সন্তান পৃথিবীতে এসেছে। তার জন্য সুন্দর একটা নাম দেওয়া আপনার দায়িত্ব। আজকে আমরা হিন্দু মেয়েদের সুন্দর সুন্দর নাম নিয়ে আলোচনা করব।
এখানে উল্লেখ করা প্রয়োজন আমাদের ওয়েবসাইটে প্রতিটি অক্ষর দিয়ে হিন্দু শিশুর নাম পাবেন। সুতরাং বাবা মায়ের নামের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখতে আমাদের ওয়েবসাইটের কোন বিকল্প নাই।
হিন্দু মেয়ে শিশুর আধুনিক নাম
যুগে যুগে মানুষের নামে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক সমাজে এসে সবাই চায় তার সন্তানের নাম আধুনিক হোক। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যায় যে সকল হিন্দু নাম উপস্থিত রয়েছে সেগুলো অনেক প্রাচীন বলে মনে হয়।
সে কারণেই অনেকেই হিন্দু মানুষের নাম একটু মডিফাই করে আধুনিক করার চেষ্টা করে। আপনাদের যে চেষ্টাকে আরো সহজতর করার জন্য আমরা হিন্দু মেয়ে শিশুর আধুনিক নাম নিয়ে হাজির হলাম। আশা করব আমাদের আয়োজন আপনার ভালো লাগবে।
হিন্দু সম্প্রদায়ের মেয়েদের অনেক কিউট কিউট আধুনিক নাম রয়েছে, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই সবাই সংক্ষিপ্ত নাম রাখতে পছন্দ করে। গার্গী নামটি যেমন স্মার্ট তেমনই সংক্ষিপ্ত ও সহজবোধ্য।
এই নামের অর্থ হলো দেবী দুর্গার শক্তি। সুতরাং আধুনিক হিন্দু নামের ক্ষেত্রে এই নামের কোনো বিকল্প নেই।
অনেকে জন্ম মাসের সাথে মিল রেখে সন্তানের নাম রাখতে পছন্দ করে। এমন ঋতুভিত্তিক নাম পছন্দ করলে আপনি আপনার সন্তানের নাম গ্রীষ্মা, হেমাঙ্গীনি রাখতে পারেন।নামগুলোর মাঝে আলাদা একটি মাধুর্য থাকে,গ্রীষ্মা অর্থ গ্রীষ্মের অপূর্ব সৌন্দর্য।হেমাঙ্গীনি অর্থ সুন্দর ত্বকযুক্ত মেয়ে, সুতরাং নামকরণের ক্ষেত্রে এই নামগুলো অগ্রাধিকার যোগ্য।
অনেক ফ্যামিলি গান ভালোবাসে, তাঁরা চায় তাদের সন্তানের নামকরণ গান বা বাদ্যযন্ত্র সম্পর্কিত হোক। আপনার ফ্যামিলিও যদি গানপ্রিয় হয় এবং আপনিও যদি গানসম্পর্কিত নাম রাখতে চান তাহলে গীত, গীতালি, গুঞ্জন, মৃদুলা নামগুলোর মধ্যে নাম সিলেক্ট করতে পারেন।
এই নামগুলোর সুন্দর সুন্দর অর্ও রয়েছে,গীতালি অর্থ এমন কেউ যে সঙ্গীত এবং সুর নিয়ে আসে। গুঞ্জন অর্থ মৌমাছির মতো গুণগুণ কন্ঠে যে গান করতে পারেন,মৃদ্যুলা মানে মৃদু মহিলা।
দুই অক্ষর বিশিষ্ট নামগুলো এখন বেশ জনপ্রিয়। সবাই সংক্ষিপ্ত নামগুলোকেই অগ্রাধিকার দেয় এখন। দুই অক্ষর বিশিষ্ট এবং সুন্দর সুন্দর অনেক নামের তালিকা প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো মায়া,নব্যা,নেত্রা,নিত্যা, জিয়া,কাশ্বী ইত্যাদি। মায়া অর্থ একটি মেয়ে যে ঈশ্বরের সৃষ্টির রহস্যে ভরা,নব্যা অর্থ বিশ্বের সব নতুন এবং তাজা কিছু আনে এমন কেউ। দেবীর চোখযুক্ত একটি মেয়ে অর্থ নেত্রা নামের, জিয়া অর্থ হৃদয়ের কাছের কেউ।
কিছু পরিবার আছে যারা সাহিত্যমনা, পরিবারের সদস্যদের নামও সাহিত্য বিষয়ে রাখতেই পছন্দ করে।কাব্যা, লেখা, ধ্বনি, দ্বীপশিখা,
পদ্মাবতী, উজাস্বীনি এই নামগুলো সাহিত্যের সাথে সম্পর্কিত এবং শ্রুতিমধুরও বটে। সুতরাং আপনি যদি সাহিত্যমনা হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের সদস্যদের নাম এগুলো রাখতে পারেন।
অনেকে আবার প্রকৃতিপ্রেমী হয়, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে প্রিয়জনের নাম রাখতে পছন্দ করে। প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এমন অনেক নামের তালিকা আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে।
লিলি, ধরণী, তারা, টিয়া, দিয়া ,স্বর্ণ, স্বরা, কেয়া ইত্যাদি নামগুলো প্রকৃতির সাথে সম্পর্ক যুক্ত।এই নামগুলোর সুন্দর সুন্দর অর্থও রয়েছে। সুতরাং প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ নামকরণ করতে চাইলে এই নামগুলোই বেস্ট হবে।
তিন অক্ষরের কিছু নাম রয়েছে যেগুলোর মাঝে আলাদা একটা মাধুর্য কাজ করে, যেমন একতা।নামটি যেমন সুন্দর ও সহজবোধ্য তেমনি শ্রুতি মধুরও, নামটির সুন্দর অর্থ ও রয়েছে। একতা শব্দের অর্থ হচ্ছে ঐক্যের শক্তির সাথে এমন একজন যা মানুষকে একত্রিত করে।
আরও দেখুন: ছেলেদের ইসলামিক নাম অর্থসহ – সকল অক্ষর দিয়ে সুন্দর ও আধুনিক নাম
হিন্দু মেয়ে শিশুর নাম স দিয়ে
স অক্ষর দিয়ে অনেক সুন্দর সুন্দর নাম পাওয়া যায়। তবে নামকরণের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে নামের অর্থের প্রতি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অধিক গুরুত্ব প্রদান করতে হবে। আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম বিশেষ কোন অক্ষর ব্যবহার করে রাখতে চান সে ক্ষেত্রে স অক্ষর হতে পারে আপনার পছন্দের একটি।
স অক্ষর দিয়ে প্রথমে যে নামটি আসে তা হল, সুলগ্না। সুলগ্না নামের অর্থ শুভ সময় বা সুন্দর মুহূর্ত।
এর পরে যে নামটি রয়েছে তা হলো সন্দীপা। এই নামের অর্থ হলো উজ্জ্বল শিখা, সন্ধ্যার আলো।
মেয়ের বাবার নাম যদি সৌরভ হয়, তাহলে তার সাথে মিল রেখে মেয়ের নাম রাখতে পারেন সৌরভী। সৌরভী নামের অর্থ সুগন্ধযুক্ত।
স দিয়ে আরো একটি জনপ্রিয় নাম ভারতে খুব বেশি প্রচলিত আর তা হলো স্বস্তিকা। স্বস্তিকা নামের অর্থ হলো শুভ বা কল্যাণকারিনী।
আরও দেখুন: মেয়েদের ইসলামিক নাম অর্থসহ – সকল অক্ষর দিয়ে সুন্দর ও আধুনিক নাম
হিন্দু মেয়ে শিশুর নাম অ দিয়ে
বাংলা স্বর বর্ণের প্রথম অক্ষর হলো অ। এই অক্ষর দিয়ে অনেকগুলো নাম রয়েছে হিন্দু মেয়েদের জন্য। আমরা এখানে হিন্দু মেয়ের নাম অ অক্ষর দিয়ে অর্থসহ তুলে ধরব। এখানে প্রদর্শিত নামগুলো অধিকাংশই দুই এবং তিন অক্ষর বিশিষ্ট।
এই তালিকায় স্থান পাবে অ অক্ষর দিয়ে ঐতিহ্যবাহী নাম, আধুনিক নাম, ছোট নাম, বিশেষ অর্থযুক্ত নাম। সুতরাং আর দেরি না করে চলুন তালিকা দেখে নেওয়া যায়।
উচ্চারণ করতে সহজ কিন্তু চমৎকার অর্থ যুক্ত একটি হিন্দু মেয়ের নাম হলো অদিতি। এই নামের অর্থ দেবতাদের মা। সুতরাং আপনি যদি ধার্মিক নাম খুঁজে নেন তাহলে এই নামের কোন বিকল্প খুঁজে পাওয়া যাবে না।
অনন্যা নামের অর্থ দেবী পার্বতী, অতুলনীয়, অন্যদের থেকে আলাদা। এই নামটা বেশ শ্রুতি মধুর এবং উচ্চারণ করতে সোজা। আপনি যদি তিন অক্ষরবিশিষ্ট নাম খুঁজে থাকেন তাহলে এ নামটি হতে পারে পারফেক্ট।
আরও দেখুন: বিথী নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)