Assignment

৯ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২৪

আপনারা ইতিমধ্যে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছেন। আপনাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আপুনাদের অ্যাসাইনমেন্ট  শেষ করে স্কুলে জমা দেওয়া লাগবে।

৯ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্ন

৯ম শ্রেণির ৩য় অ্যাসাইনমেন্ট কাল প্রকাশ হয়েছে। এইবারের সপ্তাহে ছাত্র ছাত্রীদের ৩টি বিষয়ের কাজ করতে দেওয়া হয়েছে। যা সামনের এক সপ্তাহের মধ্যে জমা দেওয়া লাগবে। আমরা ইতিমধ্যে বেশ কিছু বিসয়ের সমাধান দিতে সক্ষম হয়েছি। তবে এখন আমরা আপনাদের নতুন একটি বিষয়ের সমাধান দেব। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনাদের উপকারে আসবে।

৯ম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২৪

৯ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান

প্রশ্ন পাওয়া হয়ে গেছে তাই এখন সময় নস্ট না করে আপনারা অবশ্যই উত্তর খুঁজতে বের হয়েছেন। আসলে বর্তমান সময়ে সকল প্রশ্নের সমাধান অনলাইনে পাওয়া যায়। আমরা সবাই জানি যে ৯ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অনেক জটিল। যার কারনে ছাত্র ছাত্রীরা এই বিষয়ে  ভাল ফলাফল করতে পারেনা। আমরা একটি বিশেষ দল দিয়ে ৯ম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান করছি।

নির্ধারিত কাজ-১

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম: প্রথম অধ্যায়: ই-লার্নিং

নির্ধারণকৃত কাজ: এ্যাসাইনমেন্ট/সংক্ষিপ্ত উত্তরপ্রশ্ন/সৃজনশীল প্রশ্ন/অন্যান্য:

বর্তমান করােনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণি কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই-লার্নিং এর সাহায্যে নিয়ে শিক্ষা কার্যক্রম কীভাবে সম্পন্ন করা সম্ভব? তােমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন কর।

[প্রতিবেদনে যা লিখতে হবে-

ভূমিকা
করােনাকালে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা
ই-লার্নিংএর ধারণা
ই-লার্নিংএর সুবিধাসমূহ ।
ই-লার্নিংবাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ
ই-লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই-লার্নিং এর সম্ভাবনা
উপসংহার:

এই সংক্রান্ত একটি নমুনা প্রবন্ধ পড়ুন: ই-লার্নিং এর ধারণা এবং কাঙ্খিত দক্ষতা অর্জনে সুবিধা ও চ্যালেঞ্জ সমূহ

মুল্যায়ন নির্দেশক-

বিষয়বস্তু সম্পর্কে ধারণা
নির্ভুল তথ্য ও যুক্তিসংগত ব্যাখ্যা প্রদান
ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়
চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষমতা

Tags

Meherab Hossain

Akash Sing is one of the most active members of our writing team. He puts his best foot forward to bring the trending news and tech topic. Akash is a great writer too. His pieces are always objective, informative and educative. He puts his discussions and arguments in a very clear and concise manner.
Back to top button
Close