সায়মা নামের অর্থ কি? জেনে নিন ( বাংলা,আরবি অর্থসহ)
সায়মা নামটি অত্যন্ত সুন্দর একটি নাম। আধুনিক নামের তালিকায় সায়মার নামটি সবার উপরে। পুরো দেশে বেশ পরিচিত একটি নাম। সায়মা নামের আভিধানিক অর্থ হলো ধার্মিক। সায়মা সাধারণত মেয়েদের নাম। এই নাম কোন ছেলের রাখা হয় না। সায়মা নামের অর্থের গুরুত্ব অনেক। আমরা হয়তো অনেকেই জানিনা সায়মা নামের অর্থ কি? এটা কি ইসলামিক নাম? আসুন জেনে নিই এই নামের অর্থ কি (বাংলা,আরবি অর্থ সহ) ও ইসলামিক নাম কিনা?
সায়মা নামের অর্থ কি?
সায়মা নামটি অত্যন্ত সুন্দর একটি নাম। যার আভিধানিক অর্থ হলো ধার্মিক। সায়মার নামটি মূলত একটি আরবী শব্দ। আরবি ভাষা থেকে এই নাম এসেছে। সিয়াম অর্থ রোজা। আর এই সায়মা নামটা সিয়াম থেকে এসেছে যার অর্থ হলো রোজা পালনকারী। এছাড়াও যেই সমস্ত মহিলা রোজা পালন করে তাদেরকে সায়মা বলা হয়। অত্যন্ত সুন্দর এই নামের অর্থ ও অনেক সুন্দর যার গুরুত্ব অনেক। আধুনিক ও ছোট নাম হিসেবে বেশ পরিচিত এই নাম। আমাদের আশেপাশে অনেক মেয়ের নাম সায়মা দেখা যায়।
সায়মা নামের আরবি অর্থ কি?
সায়মা শব্দটি আরবী শব্দ। যার অর্থ হলো বিচরণকারী। সাধারণত আরবে ঐ সমস্ত উটকে সায়মা বলা হয় যারা সারা বছর মাঠে-ঘাঠে ঘুরে ফিরে ঘাস খেয়ে বেড়ায়। এছাড়াও যে সমস্ত মহিলা রোজা পালন করে তাদেরকে সায়মা বলা হয়। সায়মা নামের আরবি অর্থ হলো ধার্মিক।
- আরো দেখুন…
সায়মা কি ইসলামিক নাম?
অবশ্যই সায়মা একটি ইসলামিক নাম। এতে কোন সন্দেহ নেই। সায়মা শব্দটি আরবি। যার আভিধানিক অর্থ হল ধার্মিক। এছাড়াও এভাবে বলা যায় যে সমস্ত মহিলা রোজা পালন করেন তাদেরকে সায়মা বলে। সায়মা শব্দটি পুরোপুরি আরবি ভাষা থেকে এসেছে। এছাড়াও এই নামের অর্থ অনেক সুন্দর। তাই বলা যায় সায়মা নামটি একটি ইসলামিক নাম। এছাড়াও ইসলামিক নামের পাশাপাশি এটি একটি আধুনিক নাম। নাম কি ছোট হওয়ায় অনেকে ডাকনাম হিসেবে ব্যবহার করে থাকেন। আমাদের দেশ ছাড়াও ভারত পাকিস্তানের এই নামের ব্যবহার হচ্ছে। মূলত এই নামটি মেয়েদের রাখা হয়।
আসুন দেখে নেয়া যাক সায়মা দিয়ে আরো কিছু সংখ্যক সুন্দর সুন্দর নাম।
সায়মা খাতুন
সায়মা বেগম
সায়মা হোসেন
সায়মা খান
সায়মা চৌধুরী
সায়মা রহমান
সায়মা সরকার
সায়মা সায়মা
সায়মা আলী
সায়মা শেখ
সায়মা হক
সায়মা মাহতাব
সায়মা নাওয়ার
উম্মে আক্তার সায়মা
ছামিয়া খান সায়মা
আফিয়া সায়মা
সায়মা শিকদার
সায়মা খন্দকার
সায়মা মির্জা
অর্থ সহ সুন্দর, ইসলামিক নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতেও প্রভাবিত করবে। এছাড়াও ইসলামী শরীয়তে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। আশা করি এই পোস্টটি শীঘ্রই যারা বাবা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে।