Education

ইংরেজি বানান মনে রাখার শর্ট টেকনিক

girl class room

ইংরেজি বানান মনে রাখার শর্ট টেকনিক

ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার বানান মনে রাখা খুবই কঠিন হয়ে থাকে। তাই কঠিন সেই বানানগুলো মনে রাখাতে হলে কিছু কৌশলের আশ্রয় নেয়াই যায়। তাই নিচে খুব সহজ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সেই ইংরেজি বানানগুলো মনে রাখার কৌশল দেয়া হলো-

  1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
  2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
  3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
  4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
  5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
  6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
  7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
  8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
  9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
  10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
  11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
  12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)

আরও কিছু প্রয়োজনীয় ইংরেজি বানান:

1) ☆ Accommodation (বাসস্থান)

2) ☆ Brilliant (মেধাবী)

3) ☆ Bulletin (বুলেটিন)

4) ☆ Burglar (চোর)

5) ☆ Challenge (চ্যালেন্জ)

6) ☆ Cigarette (সিগরেট)

7) ☆ Colonel (কর্নেল)

8) ☆ Commission (কমিশন)

9) ☆ Committee (কমিটি)

10) ☆ Guerrilla (গেরিলা যুদ্ধা)

11) ☆ Leisure (অবসর)

12) ☆ Maintenance (ভরণপোষণ)

13) ☆ Millennium (সহস্রাব্দ)

14) ☆ Misspell (ভুল বানান করা)

15) ☆ Questionnaire (প্রশ্নমালা)

কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান, যেগুলো আমরা প্রায়ই ভুল করি…….

16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ

17) Accessory ➫ অপরাধের সহযোগী

18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই

19) Amateur ➫ শৌখিন/অপেশাদার

20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার

21) Anaemia ➫ রক্তাল্পতা

22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন

23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান

24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ

25) Assassin ➫ গুপ্তঘাতক

26) Avaricious ➫ লোলুপ/লোভী

27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা

28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক

29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ

30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য

31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান

32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল

33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান

34) Commencement ➫ সূচনা/আরম্ভ

35) Commodity ➫ পণ্যদ্রব্য

36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী

37) Contemporaneous ➫ সমকালীন/ সমসাময়িক

38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়

39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা

40) Counterfeit ➫ জাল/নকল

41) Curriculum ➫ পাঠ্যসূচি

42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম

43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন

44) Disciplinarian ➫ কঠোর শাসক

45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম

46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ

47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা

48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ

49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত

50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ

Expose BD

Exposebd.com, a new-generation multimedia news portal from Bangladesh, disseminates round-the-clock news in both Bangla and English from a highly interactive platform. Exposebd.com is a most dynamic platform that brings news fast and accurate. For people across the globe, it is also a haunt for refreshing entertainment.
Back to top button
Close