Assignment
বনায়ন কাকে বলে?
বনায়নের সংজ্ঞা
বনায়নঃ বৈজ্ঞানিক উপায়ে বনভূমিতে গাছ লাগানোর পরিচর্যা ও সংরক্ষণ করাকে বনায়ন বলে ।
প্রামাণ্য সংজ্ঞা
বন ব্যতীত অন্যভাবে ব্যবহূত জমিতে বৃক্ষরোপণ প্রক্রিয়া। পক্ষান্তরে পুনর্বনায়ন (reafforestation) হলো বিদ্যমান নিঃশেষিত বৃক্ষবনে আবার বৃক্ষরোপণ। বন বিভাগের অধীনস্থ বনগুলির শ্রেণিবিভাগ নিম্নরূপ: পার্বত্য বন, ম্যানগ্রোভ বন ও সমতলীয় বন। ক্রান্তীয় চিরসবুজ ও আধা-চিরসবুজ প্রজাতি অধ্যুষিত বন আছে দেশের পাবর্ত্য পূর্বাঞ্চলে। পার্বত্য বনে চার শতাধিক বৃক্ষ প্রজাতি রয়েছে। একটি হিসাব অনুযায়ী লক্ষাধিক হেক্টর পার্বত্য বনের জায়গায় মূল্যবান ও দ্রুতবর্ধনশীল প্রজাতির আবাদ গড়ে তোলা হয়েছে। পার্বত্য বনে বার্ষিক প্রায় ১২,০০০ হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে। উন্নয়ন কর্মকান্ডের জন্য প্রায় ১৮ লক্ষ একর বনভূমি বরাদ্দ আছে।
আরো দেখুনঃ