Assignment
শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো।
শান্তর যে ধরনের কাপড় পরা উচিত ছিল তা ব্যাখ্যা করা হলো
উদ্দিপকের শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট করল কিন্তু তাতেও তার শীত কমলো না। অথচ তিন মাস আগেও একটি মাত্র শার্ট পড়ে সেই স্কুলে যেত।