Education
বিন্দু কাকে বলে?
গণিত বিষয়ে অন্যতম প্রধান অংশ হচ্ছে জ্যামিতি। আপনি যদি জ্যামিতি অধ্যায়ন করে থাকেন তাহলে বিন্দুর সাথে পরিচিত হয়েছেন। আপনি কি জানেন বিন্দু কাকে বলে অর্থাৎ বিন্দুর সঠিক সংজ্ঞা। আজ আমরা আপনাদের জানাব বিন্দু কাকে বলে তার সঠিক উত্তর।
বিন্দু কাকে বলে?
বিন্দু ছাড়া জ্যামিতির কোন চিত্র অঙ্কন করা সম্ভব নয়। সাধারণত আমরা লিখার উদ্দেশ্যে যখন কোন কলম বা পেন্সিল দাঁড়া কোথায় স্পর্শ করি ফলে কাগজ যা তৈরি হয় তাকে আমরা বিন্দু বলে থাকি। বিন্দু সাহায্যে আপনি যেকোন ধরনের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে পারেন।
যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও বেদ উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে। বিন্দুকে শুন্য মাত্রার সত্তা ধরা হয়।
জ্যামিতিতে বিন্দুকে বিভিন্ন উপায়ে ভাগ করা যেতে পারে যেমন প্রান্ত কৌণিক অথবা রেখা।
প্রান্ত বিন্দু বলতে একটি লেখা অনেক বিন্দু দিয়ে তৈরি এখন আমরা জানি প্রান্ত মানে শেষ তাহলে কোন রেখার শেষে যে বিন্দুটি থাকে তাকে ওই রেখার প্রান্ত বিন্দু বলে।
কৌণিক বিন্দু বলতে একটি কোণের দুটি বাহু যেখানে মিশে একটি কোন তৈরি করে এবং সেই ক্ষণের বিন্দুটি কৌণিক বিন্দু বলে।
শীর্ষবিন্দু বলতে কৌণিক বা শীর্ষবিন্দু জিনিসটা পুরোটাই একই চতুর্ভুজ এর ক্ষেত্রে বাহুগুলো যেখানে মিশিয়ে একটি ত্রিভুজের বাহুগুলোর যে জায়গায় এসে তাকে শীর্ষবিন্দু বলে।