শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি
প্রিয় পাঠক আসসালামুয়ালাইকুম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলচনা করব । প্রায় প্রত্যেকটি শ্রেনীতে পরীক্ষায় প্রশ্ন টি এসে থাকে। এছাড়াও গুগলে প্রচুর পরিমাণে এই প্রশ্নটি লিখে সার্চ হয়েছে। তাই আর দেরি না করে চলুন দেখে নিই প্রশ্ন ও প্রশ্নের উত্তর।প্রশ্নটি হলো শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি ?
শব্দ কাকে বলে?
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ হচ্ছে ভাবের দ্যোতক। দুই বা ততোধিক ধন্যি পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অর্থ প্রকাশ না করে কোনো কিছু শ্রবনের অনুভূতি জন্মালে তাকে ব্যাকারনের ভাষায় আওয়াজ বলে শব্দ নয়।
শব্দের প্রকারভেদ
উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়েছে।
১) তৎসম: সোজাসুজি সংস্কৃত ভাষা হতে এসেছে, রূপ অপরিবর্তিত। উদাহরণ: নক্ষত্র, ভবন
২)তদ্ভব: যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায়, কিন্তু বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় জায়গা করে নিয়েছে সেসব শব্দই তদ্ভব। উদা: হস্ত- হত্থ – হাত
৩) অর্ধ তৎসম: আধা সংস্কৃত। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলো অর্ধ তৎসম। কুচ্ছিত এসেছে কুৎসিত থেকে।
৪) দেশি: বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুন্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এগুলোই দেশি শব্দ। উদাহরণ: কুড়ি(কোল ভাষা হতে আগত), কুলা ,টোপর ইত্যাদি।
৫) বিদেশি শব্দ: রাজনৈতিক, ধর্মীয়, বানিজ্যিক কারনে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় স্থান করে নিয়েছে এগুলো বিদেশি শব্দ। উদাহরণ: চা, চিনি, কিয়ামত ইত্যাদি
এছাড়া গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ (ক) মৌলিক শব্দ এবং (খ) সাধিত শব্দ
মৌলিক শব্দ:
যে -সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ, যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি।
সাধিত শব্দ:
যে সব শব্দকে বিশ্লেষণ করলে অর্থসঙ্গতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায়, তাদেরকে সাধিত শব্দ বলে।
যেমনঃ • সমাসবদ্ধ হয়ে – চাঁদের মত মুখ = চাঁদমুখ • প্রত্যয় সাধিত – ডুব+উরি = ডুবুরি •
অর্থগতভাবে শব্দসমূহকে ৩ ভাগে ভাগ করা যায়
- যৌগিক শব্দ
- রূঢ় বা রূঢ়ি শব্দ
- যোগরূঢ় শব্দ
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে জেনে নিলাম শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি ? । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন: