ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
প্রিয় পাঠক আসসালামুয়ালাইকুম। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি । ক্লাস সিক্স থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রায় প্রত্যেকটি শ্রেনীতে পরীক্ষায় প্রশ্ন টি এসে থাকে। তাই আর দেরি না করে চলুন দেখে নিই প্রশ্নও প্রশ্নের উত্তর।এছাড়াও গুগলে প্রচুর পরিমাণে এই প্রশ্নটি লিখে সার্চ হয়েছে। প্রশ্নটি হলো ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
ক্ষার ধাতু কাকে বলে?
যে সকল ধাতু পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে এবং তীব্র ক্ষার গঠন করে তাকে ক্ষার ধাতু বলে । ক্ষার ধাতু পর্যায় সারণীর Gr IA শ্রেণীভুক্ত। এরা খুব সক্রিয় বলে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। এই ধাতু গুলির অক্সাইড এবং হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদের ক্ষার ধাতু বলা হয়। যেমন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি ক্ষার ধাতু।
মৃৎক্ষার ধাতু কাকে বলে?
পর্যায় সারণিতে গ্রুপ ২ এ অবাস্থিত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলে।এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসাবে মাটিতে পাওয়া যায়।
ভূত্বকের মৃত্তিকার উপাদান রূপে যে সমস্ত ধাতু পাওয়া যায় এবং পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষারক গঠন করে ঐ সমস্ত ধাতুকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু সমূহ হচ্ছে – বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম।
ক্ষার ধাতুর বৈশিষ্ট্য
ক্ষার ধাতু পর্যায় সারণীরGr IA শ্রেণীভুক্ত।এরা খুব সক্রিয় বলে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না।এই ধাতু গুলির অক্সাইড এবং হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদের ক্ষার ধাতু বলা হয়।
- গ্রুপ এ যত নিচের দিকে যাওয়া যায় এর সক্রিয়তা ততই বাড়তে থাকে।
- এদের আয়নিক বন্ধন গঠনের প্রবণতা বেশি থাকে।
- এরা নরম, চকচকে ও অধিক সক্রিয়। এরা কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে। ক্ষার ধাতু যোজতা 1
ব্যতিক্রম:
- হাইড্রোজেন গ্রুপ ১A মৌল হওয়া সত্তেও এটি ক্ষার ধাতুর মতো আচরণ করে না।
- হাইড্রোজেন গ্রুপ ১A এ থাকা সত্তেও এটি অধাতুর ন্যায় আচরন করে।
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও দেখুন :