সন্ধি মনে রাখার টেকনিক
নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি
স্বৈর রাজা গবেন্দ্র তাঁর দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোদন -কে নিয়ে সকাল বেলার মার্তণ্ড (সূর্য) দেখবেন বলে গবাক্ষ ( জানালা) পথে তাকালেন ।
একদিকে দেখলেন শারঙ্গ ( এক প্রকার বাদ্যযন্ত্র ) হাতে এক প্রৌঢ় কুলটা ( সমাজ যাদের অসতী বলে) নারী। তার সীমন্ত (সিথিঁ ) এলোমেলো
অপরদিকে অক্ষৌহিণী (২১৮৭০০ যোদ্ধাবিশিষ্ট সেনাদল) সহ তাঁর সেনাপতি ও অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন।
মিলিয়ে নিন:
স্বৈর, মন্ত্রী , গবেশ্বর ও শুদ্বোধন, মার্তণ্ড, গবাক্ষ, শারঙ্গ, প্রৌঢ় কুলটা, সীমন্ত, অক্ষৌহিণী, অন্যান্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:
পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর তাকায় ।
সেই তস্করকে (চোরকে) তারা চিনে ফেলে।
গত বৃহস্পতিবার ষোড়শ অথবা একাদশ জন মিলে দ্যুলোকের গোষ্পদ আর বনস্পতি এরা ধ্বংস করেছে।
মিলিয়ে নিন:
পতঞ্জলি, মনীষা, আশ্চর্য, পরস্পর, তস্করকে, বৃহস্পতিবার, ষোড়শ, গোষ্পদ, বনস্পতি
বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি:
চুরির ঘটনা তারা কোনো সংস্কার না রেখেই সংস্কৃত ভাষায় পরিষ্কার ভাবে উত্থাপন করে এবং এতে এক পরিস্কৃত সংস্কৃতির উত্থান ঘটে।
মিলিয়ে নিন:
সংস্কার, সংস্কৃত, পরিষ্কার, উত্থাপন, পরিস্কৃত, সংস্কৃতির, উত্থান
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি:
বাচস্পতি বাবুর স্নেহের আস্পদ হরিশ্চন্দ্র । তিনি অহরহ শির:পীড়ায় ভোগেন ।
তাই প্রাত:কালে তিনি ভাস্কর (সূর্য) দেখতে পান না বলে অহর্নিশ মন:কষ্টে আছেন।
মিলিয়ে নিন:
বাচস্পতি, আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, শির:পীড়ায়, প্রাত:কালে, ভাস্কর, অহর্নিশ, মন:কষ্টে