সাগর নামের অর্থ কি? জেনে নিন (বাংলা, ইংরেজি,আরবি অর্থ সহ)
সাগর একটি আধুনিক স্টাইলিশ নাম। এই নামটির অর্থ তেমন তাৎপর্যপূর্ণ বা অর্থবহ নয়। আধুনিক ও স্টাইলিশ নাম হওয়ার কারনে আমাদের সকলের কাছে এই নামটি বেশ পরিচিত একটা নাম। জেনে নিন, সাগর নামের অর্থ কি? (বাংলা আরবি ইংরেজি অর্থ সহ)
সাগর নামের অর্থ?
সাগর নামটি সুন্দর ও আধুনিক একটা নাম। সাগর নামের অর্থ হলো সমুদ্র, মহাসাগর, সিন্ধু, বারিধি। এই নামটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। যার আভিধানিক অর্থ হলো সমুদ্র। যখন এই নামটি একজন মানুষের হয় তখন এই নামের অর্থ “বিজ্ঞ এমন একজন” বোঝায়।এছাড়াও সাগর নামের অর্থ অনেক রয়েছে।যেমন- উদার, বন্ধুত্বপূর্ণ, ভাগ্যবান, গুরুতর, মনোযোগী, অস্থির, স্বাভাবিক, সক্রিয়, আনন্দদায়ক, উপযুক্ত ইত্যাদি ।
সাগর নামের আরবি অর্থ কি?
অত্যন্ত সুন্দর একটি নাম হলো সাগর। সাগর মুলত ছেলেদের নাম। এই নামের তেমন কোনো আরবি অর্থ নেই। আরবি অর্থ না থেকেই এই নামটি আমাদের দেশে বেশ পরিচিত আধুনিক ও স্টাইলিশ নাম।
- আরো দেখুন…
সাগর কি ইসলামিক নাম?
আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে সাগর কি ইসলামিক নাম? আসলে এই নামটি ইসলামিক নাম কি না সেই সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য নেয় তবে যতটুকু জানা যায় এটি কোনো ইসলামিক নাম নয়। এই নামটি মূলত একটি আধুনিক নাম।
চলুন দেখে নেয়া যাক সাগর দিয়ে কিছু সুন্দর নাম
সাগর আহমেদ
সাগর খান
সাগর ইসলাম
জাফর সাগর
মহিউদ্দিন সাগর
সাগর চৌধুরী
সাগর শিশির
মুনতাসীর সাগর
মোহাম্মদ সাগর
সাজ্জাদ হোসেন সাগর
প্রিন্স সাগর
সাগর মাহিন
মূর্তজা সাগর
আরিফুল ইসলাম সাগর
শাওন সাগর
সিমান্ত খান সাগর
সাগর হক
সাগর সাহেব
শান্ত ইসলাম সাগর
আসলাম সাগর
সাব্বির সাগর
খাইরুল ইসলাম সাগর
জাহিদ হাসান সাগর
মেহেদী হাসান সাগর
সাগর রায়
নাম মানুষের পরবর্তী জীবন ও আখিরাত জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সন্তানের নাম রাখা পূর্বে মা-বাবা কে অবশ্যই অর্থ সহ জেনে , নামটি ইসলামিক নাম কি না তা জেনে নাম রাখা উচিত। সাগর নামের কোনো আরবি অর্থ নেই। এমনকি এই নামটি ইসলামিক নাম ও নয়। সাগর আধুনিক স্টাইলিশ নাম। সেহেতু সন্তানের নাম সাগর না রাখায় শ্রেয়।