Assignment
এক মিটার কাকে বলে?
এক মিটার সংজ্ঞা
অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নের তালিকায় আমরা এক মিটার এর সংজ্ঞা প্রশ্নটিই দেখতে পেয়েছি ।এখন আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি সাধারণত আমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যা দৈর্ঘ্য পরিমাপের একক।
শূন্যস্থানে এক সেকেন্ডের ১/২৯৯,৭৯২,৪৫৮ ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে ১ মিটার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। ১৭৯৩ সালে মিটার কে প্রথম সংজ্ঞায়িত করা হয়।