Assignment

এইচএসসি ২০২২ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রকাশিত | বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

সরকারি-বেসরকারি কলেজ সমূহে অধ্যায়নরত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এইচএসসি ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৩৯০; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১৫ আগষ্ট ২০২৪ এইচএসসি ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়; সূত্রঃ ১. এনসিটিবি এর স্মারক নং- শি: শা: ২২২৯৪/৯৭৮, তারিখ: ০৭ জুন, ২০২৪ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ২৩ আগস্ট, ২০২৪ খ্রি. সােমবার থেকে শুরু হবে;

এর আগে গত সপ্তাহ ১৫ আগষ্ট ২০২২ ৫ম সপ্তাহ এইচএসসি শিক্ষার্থীদের জন্য গুচ্ছ ৪ এর জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স-ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ ৫ এর উচ্চাঙ্গ সংগীত, উচ্চতর গণিত, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, পালি, সংস্কৃত, কৃষিশিক্ষা, মনােবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, গার্হস্থ্যবিজ্ঞান, চারু ও কারুকলা, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ বিষয়ের মােট ২০টি (বিশটি) অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এইচএসসি পরিক্ষা ২০২২ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি কলেজসমূহের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট পাঠকদের জন্য বিস্তারিত উল্লেখ করা হলো।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

কোভিড-১৯ এর কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে ১৫ সপ্তাহের এসাইনমেন্ট এর মধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য প্রণীত অ্যাসাইনমেন্টের কার্যক্রম ১৪/০৬/২০২৪খ্রি. থেকে শুরু হয়েছে।

এইচএসসি ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত বিভিন্ন বিষয় থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের সর্বমোট ৮ টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেন কর্তৃপক্ষ যার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন করে শিক্ষকগণ তথ্য সংরক্ষণ করবেন।

এইচএসসি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৪

চলমান কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য ২০২২ সালে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের কলেজসমূহে অধ্যায়নরত শিক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে যা এই স্তরের সকল বিদ্যালয়ে প্রেরণ করা হলাে;

কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি যথাযথ মেনে বর্ণিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

নিচের ছবিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি নির্ধারিত তারিখ উল্লেখ করা হলো- 

Notice-3-750x1119

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট রসায়ন ১ম পত্র

HSC-2024-6-Week-assignment-page-004

স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন ১ম পত্র, বিষয় কোড: ১৭৬; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; গুনগত রসায়ন

অ্যাসাইনমেন্ট: পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস;

শিখনফল/বিষয়বস্তু:

ক) পরমাণুর রাদারফোর্ড ও বাের মডেলের তুলনা করতে পারবে;

খ) কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্য করতে পারবে;

গ) কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে;

ঘ)  আউফবাউ, হুন্ড ও পউলির বর্জন নীতি প্রয়ােগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে;

ঙ) তড়িৎ চুম্বকীয় বর্ণালী ব্যাখ্যা করতে পারবে;

চ) বাের পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পনমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে;

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি):

১। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করা;

২। কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা;

৩। উপশক্তিস্তর সমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা;

৪। পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা;

একটি নমুনা উত্তর দেখুনঃ

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

HSC-2024-6-Week-assignment-page-003
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড: ২৭৫; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত;

অ্যাসাইনমেন্ট: তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলােকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা;

শিখনফল/বিষয়বস্তু:

১. প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে;

২. তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়ােগ ও প্রভাব;

খ. বায়ােমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়ােগের ক্ষেত্রসমূহ;

গ. রােবটিকসের ধারণা এবং প্রয়ােগের ক্ষেত্রসমূহ;

একটি নমুনা উত্তর দেখুনঃ

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

HSC-2024-6-Week-assignment-page-007

স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র, বিষয় কোড: ২৭৭; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; ব্যবসায়ের মৌলিক ধারণা;

অ্যাসাইনমেন্ট: দেশের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ;

শিখনফল/বিষয়বস্তু:

১। ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে;

২। শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে;

৩।বাণিজ্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে;

৪। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে;

৫। অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান বিশ্লেষণ করতে পারবে;

নির্দেশনা (সংকেত ধাপ পরিধি):

ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে পাঠ্যপুস্তকে বর্ণিত ব্যবসায়ের আওতা ও কার্যাবলি ব্যাখ্যা করতে হবে। ব্যবসায়ের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে সেটি কীভাবে অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে তা ব্যাখ্যা করতে হবে।

একটি নমুনা উত্তর দেখুনঃ

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ইতিহাস ১ম পত্র

HSC-2024-6-Week-assignment-page-005

স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: মানবিক; বিষয়: ইতিহাস ১ম পত্র, বিষয় কোড: ৩০৪; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; ইউরােপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা;

অ্যাসাইনমেন্ট: ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালােচনা;

শিখনফল/বিষয়বস্তু:

১। ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা মূল্যায়ন করতে পারবে;

২। ভারতবর্ষে ইংরেজ কোম্পানির রাজনৈতিক প্রভাব বিস্তারে পলাশী যুদ্ধের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে;

৩। ; ভারতবর্ষে ইংরেজ কোম্পানির অর্থনৈতিক আধিপত্য বিস্তারে বক্সার যুদ্ধের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে;

৪। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দিওয়ানি লাভের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;

৫। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় দ্বৈতশাসনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/পরিধি/ধাপ):

ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা;

থ) ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম: চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় বক্সার যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ;

গ) চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় দিওয়ানি ও দ্বৈতশাসন;

ঘ) চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠার আর্থসামাজিক ও রাজনৈতিক ফলাফল বিশ্লেষণ;

একটি নমুনা উত্তর দেখুনঃ ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র

HSC-2024-6-Week-assignment-page-006

স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: মানবিক; বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, বিষয় কোড: ২৬৭; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; প্রাক ইসলামি আবর

অ্যাসাইনমেন্ট: প্রাচীন মিসরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রােমীয় সভ্যতা সমূহের উল্লেখযােগ্য অবদান পর্যালােচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন;

শিখনফল/বিষয়বস্তু:

প্রাচীন সভ্যতাসমূহের বৈশিষ্ট্য এবং এগুলাের প্রভাব উল্লেখ করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১ প্রাচীন সভ্যতা সমূহের (মিসর, সুমেরীয়, গ্রিক, হিব্রু, রােমান) সংক্ষিপ্ত পটভূমি উল্লেখ;

২. সভ্যতা সমূহের উল্লেখযােগ্য অবদান চিহ্নিতকরণ ও ব্যাখ্যা;

৩. প্রাচীন সভ্যতা সমূহের ধর্মীয় বিশ্বাস উল্লেখ;

৪. মানব সভ্যতার অগ্রগতিতে প্রাচীন সভ্যতা সমূহের প্রভাব ব্যাখ্যা;

একটি নমুনা উত্তর দেখুনঃ

 

এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১ম পত্র

HSC-2024-6-Week-assignment-page-008

স্তর: এইচএসসি পরিক্ষা ২০২২, বিভাগ: মানবিক; বিষয়: ইসলাম শিক্ষা ১ম পত্র, বিষয় কোড: ২৪৯; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০১

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; ইসলাম শিক্ষায় মক্তব;

অ্যাসাইনমেন্ট: ইসলামি সংস্কৃতি চর্চায় মক্তব শিক্ষার গুরুত্ব পর্যালােচনা করে প্রতিবেদন প্রণয়ন;

শিখনফল/বিষয়বস্তু: ইসলাম শিক্ষায় মক্তব: ধারণা, কার্যাবলী, প্রয়ােজনীয়তা;

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):

১। মক্তবের ধারণা; ২। মক্তবের কার্যাবলী; ৩। মক্তবের প্রয়ােজনীয়তা;

৪। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মক্তব শিক্ষার সুবিধা গুলাে বর্ণনা; ৫। মক্তব শিক্ষার অসুবিধা উত্তোরণের উপায়;

একটি নমুনা উত্তর দেখুনঃ

এইচএসসি ২০২২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুবিধার্থে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ সপ্তাহের বিভাগ ভিত্তিক বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেয়া হয়। নিচের কাঙ্খিত ডাউনলোড বাটনে ক্লিক করে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির ডাউনলোড করে নিতে পারো।

ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

 

আরও দেখুন:

 

 

 

 

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close