Assignment

ঘর-বাড়ি, গাছ-পালাসহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল/প্যাস্টেলের মাধ্যমে আঁক যা দেখে সবাই বুঝতে পারে এটা তােমার দেখা কোন গ্রাম বা মহল্লা

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ৭ম শ্রেণি ৮ম সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট এর উত্তর পেন্সিল, রং পেন্সিল ও প্যাস্টেলে আঁকা কয়েকটি গ্রাম বা মহল্লার ছবি নিয়ে আজকে হাজির হলাম। এই আর্টিকেলটিতে তোমরা সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের উত্তর সঠিক ভাবে লিখতে পারবে।

এই আর্টিকেল তোমাদের জন্য সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের চারুকারু কলা বিষয়ে অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী এবং মূল্যায়ন উল্লেখ করা আছে।

২০২৪ শিক্ষা বর্ষের এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় অষ্টম সপ্তাহে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট হিসেবে একটি ছবি অংকন করতে বলা হয়েছে।

আপনি পছন্দ করতে পারেন-

৭ম শ্রেণির ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর সমাধান

৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা

Class 6 Assignment 2024 8th Week PDF

৭ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ চারু ও কারুকলা

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৮ম সপ্তাহে চারু ও কারুকলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা এর পাঠ-১ ও পাঠ-২ থেকে পাঠ্য পুস্তকের শেষে দেয়া দৃশ্য, পারিপার্শিক অনুষঙ্গ/প্রয়োজনবোধে ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত কাজটি করবে।

নিচের ছবিতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের চারু ও কারুকলা বিষয়ের অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট দেয়া হলো এবং বিস্তারিত উল্লেখ করা হলো।

 

class-7-carukaru

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১, পাঠ-২;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ ঘর-বাড়ি, গাছ-পালাসহ এমন একটা দৃশ্য পেন্সিল বা রং পেন্সিল/প্যাস্টেলের মাধ্যমে আঁক যা দেখে সবাই বুঝতে পারে এটা তােমার দেখা কোন গ্রাম বা মহল্লা।

নির্দেশনাঃ পাঠ্যপুস্তকের শেষে দেয়া দৃশ্য, পারিপার্শ্বিক অনুষঙ্গ প্রয়ােজনবােধে ইন্টারনেটের ব্যবহার।

৭ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ চারু ও কারুকলা উত্তর

অ্যাসাইনমেন্ট প্রদত্ত মূল্যায়ন রুবিস্কো নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের চারুকলা বিষয়ের নির্ধারিত কাজ সম্পন্ন করার সুবিধা কিছু পেন্সিলে, রং পেন্সিল, প্যাস্টেলে আঁকা ছবি দেওয়া হল।

নিচের ছবিগুলো থেকে যে কোন একটি ছবি পছন্দ করে তোমাদের সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের চারুকারু কলা বিষয়ে এসাইনমেন্ট এর জন্য একে নাও।

নমুনা ছবি-১ (পেন্সিলে আঁকা গ্রামের ছবি)

 

image

 

ছবির বিবরণঃ এই ছবিটি সাধারণ পেন্সিলে অংকন করা হয়েছে। এখানে একটি গ্রাম্য চিত্র তুলে ধরা হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট খালের পাশে বসবাস করা কয়েকটি পরিবারের বসবাসের চিত্র। এখানে খালের একপাশে নারিকেল গাছ আর অপর পাশে কয়েকটি পরিবারের ছোট ছোট ঘর দেখানো হয়েছে।

নমুনা ছবি-২ (রং পেন্সিলে আঁকা গ্রামের ছবি)

 

image

 

ছবির বিবরণঃ শতভাগ রং পেন্সিলে আঁকা এই ছবিটি পাহাড়ি গ্রামের চিত্র ফুটে উঠেছে। পাহাড়ে বসবাসরত গ্রাম্য জনগোষ্ঠীদের প্রত্যাহিক জীবনে কর্মচাঞ্চল্য ফুটে উঠেছে এই ছবিতে। এখানে পাঁচটি ঘর আর বাহারি গাছ গাছরা সমন্বয়ে অসাধারণ সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে।

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য সপ্তম শ্রেণির অষ্টম সপ্তাহের চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর। উপরে উল্লেখিত চারটি ছবি থেকে যে কোন একটি ছবি নির্বাচন করে রং পেন্সিল দিয়ে অংকন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে

বাছাই করা নমুনা উত্তর দেখুন:

লােকশিল্পের যে কোনাে একটি উপাদান প্রস্তুতকরণ

সমাজের বিভিন্ন শ্রমজীবি মানুষের অবদান এবং তাদের মূল্যায়ন করার কৌশল

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ৫০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা

এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close