Tech

গুগল ফটোস নাকি গুগল ড্রাইভ? কোনটি কেন ব্যবহার করবেন?

আমরাসবাই গুগল ফটোস এবং গুগল ড্রাইভের সাথে কম বেশি পরিচিত। আমরা অনেকেইআমাদের প্রয়োজনীয় ফাইল এবং ছবি বা ভিডিও এখানে সংরক্ষণ করে রাখি। আজ আমিআপনাদের জানাবো ফটো, ভিডিও বা ফাইল সংরক্ষণের ক্ষেত্রে গুগল ফটোস এবং গুগল ড্রাইভের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক।

গুগলফটোস এবং গুগল ড্রাইভের মধ্যে তুলামূলক আলোচনা থেকে আমরা সজজেই বুঝতেপারবো গুগল ফটোস এবং গুগল ড্রাইভের মধ্যে কোনটির ব্যবহার অধিকতর সুবিধাজনক।তাই এখানে গুগল ফটোস এবং গুগল ড্রাইভের মধ্যে তুলামূলক আলোচনা করা হলোঃ

ধারণ ক্ষমতা

গুগলড্রাইভে আমাদের মাত্র ১৫ জিবি ফ্রী স্পেস দেওয়া হয়। মানে আপনি আপনার সকল ডকুমেন্ট, ছবি বা ভিডিও রাখার জন্য মাত্র এই ১৫ জিবি জায়গা পাবেন।
এই ১৫ জিবি স্পেস শেষ হয়ে গেলে কি হবে জানেন? তখন আপনাকে আবার স্পেস কিনতে হবে।
  • ১০০ জিবি – ১৫০ টাকা প্রতি মাস বা ১৬০০ টাকা প্রতি বছর।
  • ২০০ জিবি – ২৫০ টাকা প্রতিমাস বা ২৫০০ টাকা প্রতি বছর।
  • ২ টেরাবাইট- ৮০০ টাকা প্রতিমাস বা ৮১০০ টাকা প্রতি বছর।
কিন্তু গুগল ফটোসে আমাদের আনলিমিটেড ফ্রী স্পেস দেওয়া হয়। গুগলফটোস্‌ ব্যবহার করে আপনি আপনার সকল ছবি বা ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেনএবং এটির স্পেস কখনো শেষ হবে না, অর্থাৎ গুগল ফটোস্‌ আপনাকে আনলিমিটেডস্টোরেজ সরবারহ করে, তবে শর্ত হলো, মূল ফাইলের সাইজ যদি বেশি হয় তাহলেঃ
  • আপনার ছবিগুলোর সাইজ সর্বোচ্চ ৬০ মেগাপিক্সেল হয়ে যাবে।
  • ভিডিওগুলোর সাইজ সর্বোচ্চ ১০৮০ পি হয়ে যাবে।

তবে যদি কেউ তার প্রকৃত সাইজের ছবি, ভিডিও সংরক্ষণ করতে চায় তাহলে সে ১৫ জিবি স্পেস পাবে।

আরও দেখুন : ফেলফ ড্রাইভিং কার – চালক ছাড়া স্বয়ংক্রিয় গাড়ি সম্পর্কে বিস্তারিত

অ্যালবাম তৈরি করা

গুগলড্রাইভে আপনি কোনো অ্যালবাম তৈরি করতে পারবেন না। আপনার সকল ছবি ফোল্ডারেবা ফাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন। উদাহরণস্বরুপ নিচের ছবিতে দেখতে পাবেন যে আমার সকল ছবি নির্দিষ্ট ফাইলে জমা হয়েছে।

blog-2-2

কিন্তু গুগল ফটোসে আপনি আপানার নির্দিষ্ট ক্যাটাগরির ছবি নির্দিষ্ট অ্যালবামে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেমন নিচের ছবিতে দেখতে পারবেন আমি আমার বিড়ালের ছবিগুলো My Cat নামক অ্যালবামে এবং সকল যন্ত্রপাতি ও কাজ করার ছবিগুলো Ruet Life নামক অ্যালবামে সংরক্ষণ করে রেখেছি।
gg4
এখনআপনি চিন্তা করুন যে আপনি আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে গেছেন এবংছবিগুলো আপনি অনলাইন স্টোরেজে সেইভ করে রাখলেন। আপনি আপনার ছবিগুলো কিভাবেদেখতে পছন্দ করবেন? অ্যালবাম আকারে নাকি ফোল্ডারে ফাইল করা আকারে? নিশ্চয়অ্যালবাম হিসেবে। গুগল ফটোস আপনাকে এ সুবিধাটি দিবে কিন্তু গুগল ড্রাইভে এটি পাবেন না।

আরও দেখুন : HDMI ক্যাবলের কাজ কি? কি সুবিধা আছে জেনে নিন

ফটো সার্চ

যদিআপনার লক্ষ লক্ষ ছবি থাকে এবং আপনি একটি নির্দিষ্ট ছবি খুঁজতে চান, তাহলেসেই ছবিটি খোঁজা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কিন্তু গুগল ফটোস ব্যবহার করে ছবির বিষয়টি লিখে সার্চ দিলে সেই বিষয় সম্পর্কিত সকল ছবি আপনার সামনে উপস্থিত হবে। উদাহরণস্বরূপ নিচের ছবিতে দেখতে পাবেন যে আমি Cat লিখে সার্চ দিয়েছিলাম এবং আমার বিড়ালের সকল ছবিগুলো সামনে চলে এসেছে। এর কারণ হলো গুগল ফটোজে ফেস রেকগনেশন সিস্টেম চালু আছে। কিন্তু গুগল ড্রাইভে আপনি এরকম কোনো সুবিধা পাবেন না।

গুগল ফটো অ্যাসিস্ট্যান্ট

গুগলফটোসে গুগল ফটো অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আপনার সকল ছবিগুলোর জন্যস্বয়ংক্রিয় ভাবে আপনি এনিমেশন, কলেজ, মুভি পেয়ে যাবেন। আপনি চাইলে সেইভ করে রাখতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। কিন্তু গুগল ড্রাইভে আপনি এরকম কোনো সুবিধা পাবেন না।

ফাইল সংরক্ষণ

গুগল ফটোজে শুধু ছবি বা ভিডিও রাখতে পারবেন। অন্যদিকে গুগল ড্রাইভে আপনি যে কোন ফাইল রাখতে পারবেন। আপনার ল্যাপটপের হার্ডডিক্সে যা রাখতে পারবেন সেটাই গুগল ড্রাইভে রাখা সম্ভব।

উপরেরআলোচনা থেকে আমরা জানতে পারলাম যে গুগল ফটোস আমাদের অনেকগুলো সুবিধা দেয় যা গুগল ড্রাইভ দেয় না। তাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফটো বা ভিডিও স্টোরেজের জন্য গুগল ফটোস ব্যবহার করা বেশি সুবিধাজনক আর ফাইল সংরক্ষণের জন্য গুগল ড্রাইভ ব্যবহার করা বেশি সুবিধাজনক। আপনাদের কোনটি সুবিধাজনক মনে হয়েছে নিচে
কমেন্ট করে অবশ্যই জানাবেন।

আরও দেখুন : ক্রিয়েটিভ কমনস কি? বৈধভাবে কপি করার বিস্তারিত আলোচনা

 

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close