Assignment
ঈমানের নিদর্শনগুলো কি কি ?
ঈমানের নিদর্শনগুলো নিচে দেওয়া হলো
ঈমানের নিদর্শনসমূহ কি কি?
-আত্মিক প্রশান্তি
-আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি
-ধৈর্য
-আল্লাহর প্রতি কৃতজ্ঞতা,তাঁর পরিচয় লাভ,
-অন্তর সবসময় তাঁর চিন্তায় মগ্ন থাকা
-আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা,সকল-কিছু কেবল তাঁর কাছেই প্রত্যাশা করা
-আল্লাহ সঙ্গেই সময় কাটানো এবং তাঁর দ্বীনের খেদমতে নিয়োজিত থাকা—
.
এ সবকিছুই হলো ঈমানের নিদর্শন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা এ গুণগুলো কেবল তাকেই দান করেন, যাকে তিনি ভালোবাসেন।”