২০২৪ সালের এ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নির্ধারিত কাজ প্রকাশ করেছে। ৩১ মে ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পঞ্চম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ প্রকাশ করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। এর আগে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং বাংলা, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, তৃতীয় সপ্তাহে গণিত এবং কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, অর্থনীতি আর চতুর্থ সপ্তাহে বাংলা, রসায়ন, ব্যবসায় উদ্যেগ ও ভূগোল এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট এর সাথে ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের নির্ধারিত কাজ প্রকাশ করে। এখানে ইংরেজি বিষয়ের এ্যাসাইনমেন্ট এর ২য় এ্যাসাইনমেন্ট এবং বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
আপনি পছন্দ করতে পারেন-
- ৯ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ আইসিটি, পদার্থ, ইতিহাস ও হিসাব বিজ্ঞান
- এসএসসি পরীক্ষা ২০২২ এর দশম শ্রেণি ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ ইংরেজি
২০২৪ শিক্ষাবর্ষে এটি ৯ম শ্রেণির বাংলা বিষয়ের ২য় এ্যাসাইনমেন্ট এর আগে প্রথম সপ্তাহে ৯ম শ্রেণি ইংরেজি বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ৫ম সপ্তাহের বাংলা সংক্ষিপ্ত পাঠ্যসূচী হিসেবে ইউনিট-২ Pastime এর লেসন ১ থেকে ৪ থেকে নির্বাচন করে এ্যাসাইনমেন্ট প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীরা পাঠ্য বই অধ্যয়ন করে এবং পরিবারের বড়দের সহায়তা অবসর এই সংক্রান্ত একটি প্রবন্ধ লিখবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: Unit Two: Pastimes
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ নম্বর- Lesson 1: Have You any Favorite Pastime? Lesson 2: Reading Really Helps! Lesson 3: Change in Pastime Lesson 4: Change in Pastimes in Bangladesh Lesson 5: Pastimes Vary
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
Pastimes may change from generation to generation. Take an interview with your parents or grandparents or elderly people in your family. Know about their pastime activities and take notes on them. Also, think about the pastime activities of your generation. Write the differences and mention why these differences have taken place.
নির্দেশনা: 1.Topic/Title: 2. Introduction: 3.Body/Description: (para or para title may vary assignment to assignment) 4.Conclusion
মূল্যায়ন কৌশল: Excellent: 1. At least 5 reasons given in the writing. 2. Error-free sentences 3. Appropriate vocabulary is used
Very Good: 1. At least 3 reasons given in the writing. 2. Minor errors in sentences. 3. Satisfactory vocabulary is used
Good: 1. At least 2 reasons given in the writing. 2. Frequent errors in sentences. 3. Good range of vocabulary is used and some misuse of vocabulary.
Needs improvement: 1. One or irrelevant reason is given in the writing. 2. Lots of errors in sentences. 3. Inadequate vocabulary.
Class 9 Assignment 2024 7th Week PDF
৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ বিজ্ঞান
২০২৪ সালের নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি এর সাথে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এর এ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যে নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের সাথে একই সময়ে নবম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২; অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ দ্বিতীয় অধ্যায়: জীবনের জন্য পানি;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
২.১.১- পানিরধর্ম, ২.১.২- পানির উৎস, ২.১.৩- জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়ােজনীয়তা, ২.২ পানির মানদণ্ড, ২.৩ পানির পূনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, ২.৩ পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, ২.৪ পানি বিশুদ্ধকরণ;
২.৫ বাংলাদেশে পানির উৎসে দূষণের কারণ, ২.৫.১ উদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপর পানি দূষণের প্রভাব, ২.৬ বৈশ্বিক উষ্ণতা, ২.৭ বাংলাদেশে পানি দূষনের প্রতিরােধ কৌশল এবং নাগরিকের দায়িত্ব;
২.৭ বাংলাদেশে পানি দূষনের প্রতিরােধ কৌশল এবং নাগরিকের দায়িত্ব, ২.৮ বাংলাদেশে পানির উৎসে হুমকি, ২.৮ বাংলাদেশে পানির উৎসে হুমকি, ২.৮ বাংলাদেশে পানির উৎসে হুমকি, ২.৯ পানি প্রবাহের সর্জনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
উপরের গ্লাসের পানিতে কয়েকটি দৃষক পদার্থ (যেমনঃ অদ্রবণীয় ময়লা-আবর্জনা, বালি, লবণ ইত্যাদি) মেশাও; এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ কর।
ক) পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন কর।
খ) গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তােমার কী কী সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর।
নির্দেশনা: পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারে। পরীক্ষণ কাজে সাবধানতা অবলম্বন করবে। দূষিত পানি পরীক্ষণের নিমিত্তে পান করা যাবে না।
এ্যাসাইনমেন্ট যেভাবে মূল্যায়ন করার হবে–
অতি উত্তম: ১. সকল ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন; ২. পরীক্ষণ সম্পূর্ণরুপে সঠিক; ৩. বিষয়বস্তুর গভীরতা পরিপূর্ণমাত্রায় অনুধাবন; ৪. সমস্যা চিহ্নিতকরণের সম্পূর্ণ সক্ষমতা;
উত্তম: ১. অধিকাংশক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন; ২. পরীক্ষণ অধিকাংশই সঠিক; ৩. বিষয়বস্তুর গভীরতা অধিকাংশ অনুধাবন; ৪. অধিকাংশ সমস্যা চিহ্নিতকরণ সক্ষম
ভালাে: ১. বেশকিছু ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন; ২. পরীক্ষণ অর্ধেকমাত্রায় সঠিক; ৩. বিষয়বস্তুর গভীরতা আংশিক অনুধাবন; ৪. অল্পকিছু সমস্যা চিহ্নিতকরণ সক্ষম;
অগ্রগতি প্রয়ােজন: ১. সঠিক তথ্য উপস্থাপনে অক্ষম; ২. পরীক্ষণ সঠিক নয়; ৩. বিষয়বস্তুর গভীরতা নেই; ৪. সমস্যা চিহ্নিতকরণে অক্ষম;
বাছাইকরা নমুনা প্রশ্নঃ আমার মধ্যে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে যেসকল বৈশিষ্ট্য আছে
৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণির ৫ম সপ্তাহে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে এ্যাসাইনমেন্ট ২ দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমন্ডল এর পাঠ ৩.১ থেকে ৩.৪ পর্যন্ত অংশ থেকে অধ্যয়নের পর অ্যাসাইনমেন্ট-২ সম্পন্ন করবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২; অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ তৃতীয় অধ্যায়: সৌরজগৎ ও ভূমণ্ডল;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-৩.১ সৌরজগৎ-৫; পাঠ-৩.২ বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয়-৪; পাঠ-৩.৩ পৃথিবীর গতি-৪; পাঠ- ৩.৪ জোয়ার-ভাটা-২;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
বাংলাদেশে জুলাই মাসের সকাল ১০ টার সময়ে জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় কর। বাংলাদেশের সাথে উল্লিখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা কর।
নির্দেশনা: ১. সময়ের পার্থক্যের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে। ২. স্থানগুলাের স্থানীয় সময় নির্ণয় করবে। ৩. ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করবে। ৪. বার্ষিক গতির ফলাফল ও অবস্থানের ভিত্তিতে উল্লিখিত দেশগুলির ঋতুর পার্থক্য ব্যাখ্যা করবে।
আরো দেখুন-
- ৮ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
- ৭ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।