৯ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা, উচ্চতর গণিত, অর্থনীতি
নবম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষের এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০ জুন ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। যেখানে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড বা রুটিন অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের এই এসাইনমেন্ট প্রকাশ করা হয়। অন্যান্য সপ্তাহের মতো নবম শ্রেণীর শিক্ষার্থীরা ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে।
শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অষ্টম সপ্তাহের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। মূল্যায়নের পর শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রতি উত্তম, উত্তম, ভালো, ও অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করে তথ্য সংরক্ষণ করবেন।
আপনি পছন্দ করতে পারেন-
- ৯ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট কৃষি, চারু কারু, গার্হস্থ্য,
- ৮ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
- ৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
- ৬ষ্ঠ শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪
অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট এর নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক, ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য বাংলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারুকারু কলা ও অর্থনীতি বিষয়ের দ্বিতীয় শ্রেণীর দেয়া হয়েছে।
এর আগে প্রথম সপ্তাহে নবম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয় থেকে প্রথম অ্যাসাইনমেন্ট এবং চতুর্থ সপ্তাহে দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছিল। নবম শ্রেণির কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারুকারু কলা, ও অর্থনৈতিক বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল তৃতীয় সপ্তাহে।
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ বাংলা
অষ্টম সপ্তাহের নবম শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্র এর কবিতাংশ থেকে কবি আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতা থেকে একটি এসাইনমেন্ট দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা পাঠ্যবই থেকে বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ কবিতার দুটি ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।
নিচের ছবিতে নবম শ্রেণী অষ্টম সপ্তাহের বাংলাদেশের তৃতীয় এসাইনমেন্ট দেয়া হলো।
শ্রেণি: ৯ম, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-৩, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ কবিতা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ বঙ্গবাণী, আবদুল হাকিম;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ উভয় কবিতাতেই মাতৃভাষা প্রীতির মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে – মন্তব্যটির স্বপক্ষে তােমার যৌক্তিক মত উপস্থাপন কর।
নির্দেশনাঃ শিক্ষার্থীরা পাঠ্যবই থেকে বঙ্গবাণী ও কপােতাক্ষ নদ’ কবিতা দুটি ভালােভাবে। পড়ে এ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে।
বাছাইকরা নমুনা প্রশ্নের উত্তর:বঙ্গবাণী ও কপোতাক্ষ নদ কবিতায় দেশপ্রেম সম্পর্কিত আলোচনা
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ উচ্চতর গণিত
নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে উচ্চতর গণিত এর তৃতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে উচ্চতর গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশি থেকে।
নিচের ছবিতে অষ্টম সপ্তাহের নবম শ্রেণির উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট বিস্তারিত দেয়া হলো।
শ্রেণি: ৯ম, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম দ্বিতীয় অধ্যায়: বীজ গাণিতিক রাশি;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ এক চলক বিশিষ্ট বহুপদী: বহুপদীর গুণ ও ভাগ বহুপদীর উৎপাদক বিশ্লেষণ (ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য), সমমাত্রিক, প্রতিসম এবং চক্র-ক্রমিক রাশি (অনুর্ধ্ব তিন চলক), মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ এমন দুইটি ত্রিমাত্রিক বহুপদী P(x) ও Q(x) নির্ণয় কর যাদের একটি সাধারণ উৎপাদক (x – 2), ধ্রুবপদ 24 এবং অন্য উৎপাদকগুলাে একমাত্রিক। বহুপদী দুইটির একটিকে হর ও অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর।
নির্দেশনাঃ উচ্চতর গণিত পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায়ে আলােচিত একচলক বিশিষ্ট বহুপদী ও আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে। সমস্যার সমাধান করবে।
এখানে উল্লেখ্য যে, এক্ষেত্রে দুইয়ের অধিক ত্রিমাত্রিক বহুপদী নির্ণয় করা সম্ভব। তাই সুবিধামত দুইটি ত্রিমাত্রিক বহুপদী নিয়ে গঠিত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ কর।
Class 8 Assignment 2024 8th Week PDF
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ অর্থনীতি
নবম শ্রেণির মানবিক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থনীতি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের অর্থনীতি পরিচয় থেকে একটি অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা এসাইনমেন্ট ব্যাপারে উল্লেখিত যথাযথ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে নবম শ্রেণির অষ্টম সপ্তাহের অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে যথা সময়ে সংশ্লিষ্ঠ বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে।
নিচের ছবিতে নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অর্থনীতি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হলো।
শ্রেণি: ৯ম, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: অর্থনীতি পরিচয়
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ ১.১ অর্থনীতির উৎপত্তি ও বিকাশ, ১.২ দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা : দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব।, ১.৩ অর্থনীতির ধারণা, ১.৪ অর্থনীতির দশটি নীতি ১.৫, আয়ের বৃত্তাকার প্রবাহ (দুটি খাত), ১.৬ বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ ‘আমরা কি উৎপাদন করবাে? উৎপাদনে। কি প্রযুক্তি ব্যবহার করবাে? উৎপাদিত পণ্য কাদের জন্য প্রযােজ্য? – এই প্রশ্নগুলাের উত্তর প্রদানই হচ্ছে একেক দেশের, একেক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান কাজ।’ এ সম্পর্কে ৩০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখ।
সংকেত: ১. সূচনা, ২. বিভিন্ন অর্থব্যবস্থার বর্ণনা, ৩. বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে তুলনা, ৪. উপসংহার;
নির্দেশনাঃ পাঠ্যপুস্তক/ইন্টারনেট ও শিক্ষকের সহায়তায় বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিবে। সহপাঠী/শিক্ষক/ ও অভিভাবকের কাছ থেকে জেনে বিভিন্ন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যর মধ্যেকার তুলনা করতে পারবে।
বাছাই করা নমুনা উত্তর দেখুন:
সমাজের বিভিন্ন শ্রমজীবি মানুষের অবদান এবং তাদের মূল্যায়ন করার কৌশল
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ৫০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা
পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কিত প্রতিবেদন
-
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।