৯ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট কৃষি, চারু কারু, গার্হস্থ্য,
নবম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষের এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ৮ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০ জুন ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। যেখানে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড বা রুটিন অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম সপ্তাহের এই এসাইনমেন্ট প্রকাশ করা হয়। অন্যান্য সপ্তাহের মতো নবম শ্রেণীর শিক্ষার্থীরা ৮ম সপ্তাহের কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিতে হবে।
শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে অষ্টম সপ্তাহের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন। মূল্যায়নের পর শিক্ষকগণ শিক্ষার্থীদের প্রতি উত্তম, উত্তম, ভালো, ও অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করে তথ্য সংরক্ষণ করবেন।
আপনি পছন্দ করতে পারেন-
৬ষ্ঠ শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
৭ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
৮ম শ্রেণির ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪
অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট এর নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক, ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য বাংলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারুকারু কলা ও অর্থনীতি বিষয়ের দ্বিতীয় শ্রেণীর দেয়া হয়েছে।
এর আগে প্রথম সপ্তাহে নবম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয় থেকে প্রথম অ্যাসাইনমেন্ট এবং চতুর্থ সপ্তাহে দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছিল। নবম শ্রেণির কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, চারুকারু কলা, ও অর্থনৈতিক বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল তৃতীয় সপ্তাহে।
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ কৃষি শিক্ষা
অষ্টম সপ্তাহের নবম শ্রেণির কৃষি শিক্ষা পাঠ বইয়ের প্রথম অধ্যায়ের কৃষি প্রযুক্তি থেকে দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা নবম শ্রেণির অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত পাঠ্যসূচি অধ্যয়ন করার পর এই সপ্তাহের নির্ধারিত কাজটি সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট যথাসময়ে জমা দিবে।
নিচের ছবিতে নবম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহের জন্য বিস্তারিত উল্লেখ করা হলো।
শ্রেণি: ৯ম, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: কৃষি প্রযুক্তি;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
৪র্থ পরিচ্ছেদ: • বীজ সংরক্ষণ ক্লাশ ১: বীজ সংরক্ষণের শর্তসমূহ ক্লাশ ২: বীজ প্রক্রিয়াজাতকরণ ও বীজ সংরক্ষণের গুরুত্ব ক্লাশ ৩: বীজ সংরক্ষণের পদ্ধতি;
৫ম পরিচ্ছেদঃ • খাদ্য সংরক্ষণ ক্লাশ ১: মাছের খাদ্য সংরক্ষরে প্রয়ােজনীয়তা ও সঠিক খাদ্য সংরক্ষণের পদ্ধতি। ক্লাশ ২: পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রয়ােজনীয়তা ও সংরক্ষণের পদ্ধতি।
৬ষ্ঠ পরিচ্ছেদঃ • মাছের সম্পূরক খাদ্য ক্লাশ ১: মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি ও । প্রয়ােজনীয়তা, সম্পূরক খাদ্যের উৎস ও উপকারিতা, মাছের পুষ্টিচাহিদা, ও সম্পূরক খাদ্য তালিকা।
ক্লাশ ২: মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী ও সম্পূরক খাদ্য প্রয়ােগ পদ্ধতি। ক্লাশ ৩: পশু পাখির সম্পূরক খাদ্য, বিভিন্ন সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়ােগ পদ্ধতি। ক্লাশ ৪: গবাদি পশুকে অ্যালজি বা শেওলা খাওয়ানাে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ একজন ধানচাষী চটের বস্তায় ধানের বীজ সংরক্ষণ করে বীজতলায় বপন করলে খুব কম সংখ্যক বীজ অংকুরিত হয়। অন্যদিকে এক জন। দুগ্ধ খামার মালিক বছরব্যাপী তার গাভীগুলােকে কাচা ঘাস সরবরাহ করেন। কিন্তু হঠাৎ বন্যার কারণে তার গাভীগুলাে মারাত্মক খাদ্য সংকটে পড়ে। উপরােক্ত ধানচাষী ও দুগ্ধ খামারী কী কী ব্যবস্থা গ্রহণ করে বীজ ও ঘাস সংরক্ষণ করলে এ সংকটে পড়তেন না। এ ব্যাপারে তােমার মতামতসহ একটি প্রতিবেদন তৈরি কর।
নির্দেশনাঃ ১. শিক্ষার্থী পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদের ধারণা নিবে। ২. প্রয়ােজনে অভিজ্ঞ কৃষকের ও দুগ্ধ খামারির পরামর্শ নিবে। ৩. বাবা মায়ের পরামর্শ নিতে পারে। ৪. বিষয় শিক্ষকের সাথে আলােচনা করতে পারে। ৫. প্রয়ােজনে ইন্টারনেটের সাহায্য নিবে। ৬. নিজ হাতে এ্যাসাইনমেন্ট লিখবে।
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ চারু ও কারুকলা
নবম শ্রেণির চারু ও কারুকলা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে প্রথম অধ্যায় শিল্পকলা এর পাঠ-১ শিল্পকলা, থেকে পাঠ-১০: শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ, চিত্রকলা ও কারুকলা ১.৭ এর সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে।
শিক্ষার্থীরা উপরোক্ত পাঠ অধ্যয়ন করার পর বাসার ব্যবহার্য দৈনন্দিন তৈজসপত্র, পাঠ্য পুস্তক, ইন্টারনেট ব্যবহার করে ভাষার বিভিন্ন শিল্পের রেখাচিত্র অংকন করবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২; অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম প্রথম অধ্যায়: শিল্পকলা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ: ১-শিল্পকলা, পাঠ: ২-শিল্পকলার শ্রেণিবিভাগ, পাঠ: ৩, পাঠ: ৪, পাঠ: ৫, পাঠ: ৬-শিল্পকলা চর্চার গুরুত্ব, পাঠ: ৭, পাঠ: ৮, পাঠ: ৯, পাঠ: ১০-শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ: চিত্রকলা ও কারুকলা ১.৭ , পাঠ: ১১;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ তােমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন কর।
নির্দেশনাঃ বাসায় ব্যবহার্য দৈনন্দিন তৈজসপত্র থেকে, পাঠ্যপুস্তক থেকে, ইন্টারনেট থেকে (জাতীয় জাদুঘর, সােনারগাঁয়ের লােকশিল্প জাদুঘর ইত্যাদি)
Class 9 Assignment 2024 8th Week PDF
৯ম শ্রেণি ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ গার্হস্থ্য বিজ্ঞান
নবম শ্রেণীর যেসকল শিক্ষার্থীরা চতুর্থ বিষয় হিসেবে গার্হস্থ্যবিজ্ঞান নির্বাচন করেছে তাদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর যেসকল শিক্ষার্থীরা চতুর্থ বিষয় হিসেবে গার্হস্থ্যবিজ্ঞান নির্বাচন করেছে তাদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে তাদের গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্যবই এর ষষ্ঠ অধ্যায়ঃ শিশুর বর্ধন ও বিকাশ থেকে।
নিচের ছবিতে নবম শ্রেণির অষ্টম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হলো।
শ্রেণি: ৯ম, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ ষষ্ঠ অধ্যায়: শিশুর বর্ধন ও বিকাশ;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ- ১: বর্ধন ও বিকাশের ধারণা, পাঠ- ২: বিকাশের স্তর, পাঠ- ৩: বিকাশমূলক কার্যক্রম, পাঠ- ৪ ও ৫: শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ বর্তমানে তােমার পরিবারে যে সকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অবস্থান করছেন তা শনাক্ত কর এবং তাদের বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর। (নিচের প্রশ্নগুলাের ব্যাখ্যা কর।)
১। তােমার পরিবারে কে কে রয়েছে?
২। একটি ছকের মাধ্যমে তারা বিকাশের কে কোন পর্যায়ে রয়েছে তা উল্লেখ করে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরাে।
৩। তুমি কি মনে কর তাদের পর্যায় অনুযায়ী যথাযথ আচরণ করছে? ব্যাখ্যা কর।
বাছাই করা নমুনা উত্তর দেখুন:
সমাজের বিভিন্ন শ্রমজীবি মানুষের অবদান এবং তাদের মূল্যায়ন করার কৌশল
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ৫০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা
পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কিত প্রতিবেদন
-
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।