৮ম শ্রেণি ৫ম সপ্তাহের বাংলা এবং কর্ম ও জীবন এ্যাসাইনমেন্ট ২০২৪
এ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের নির্ধারিত কাজ প্রকাশ করেছে। ৩১ মে ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পঞ্চম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ প্রকাশ করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে ৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। এর আগে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তৃতীয় সপ্তাহে গণিত এবং কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান আর চতুর্থ সপ্তাহে বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট এর সাথে ৮ম শ্রেণির ৫ম সপ্তাহের নির্ধারিত কাজ প্রকাশ করে। এখানে বাংলা চারুপাঠ বিষয়ের এ্যাসাইনমেন্ট এর ২য় এ্যাসাইনমেন্ট এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের ১ম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
আপনি পছন্দ করতে পারেন-
- ৮ম শ্রেণি গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর
- ৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর উত্তর সমাধান
৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ বাংলা (সাহিত্য কণিকা)
২০২৪ শিক্ষাবর্ষে এটি ৮ম শ্রেণির বাংলা বিষয়ের ২য় এ্যাসাইনমেন্ট এর আগে প্রথম সপ্তাহে ৮ম শ্রেণি বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ৫ম সপ্তাহের বাংলা সংক্ষিপ্ত পাঠ্যসূচী হিসেবে শেখ মুজিবুর রহমান এর ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধ থেকে নির্বাচন করে এ্যাসাইনমেন্ট প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীরা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ অধ্যয়ন করে এই সংক্রান্ত একটি প্রবন্ধ লিখবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: গদ্য
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ নম্বর- ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- শেখ মুজিবুর রহমান
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ৫০০ শব্দের একটি প্রবন্ধ রচনা লিখ।
নির্দেশনা: পাঠ্য বইয়ের কুলি মজুর কবিতা থেকে সহায়তা নিয়ে এবং উৎসের সহায়তা নিয়ে প্রয়ােজনে একাধিক উৎসের সহায়তা নিয়ে উত্তর লিখবে। অবদান ৪-৫ বাক্যে এবং মূল্যায়ন অনধিক ১০ বাক্যে লিখতে হবে।
মূল্যায়ন কৌশল: ১.বিষয়বস্তুর সঠিকতা, ২.যথাযথ তথ্য, ৩. বানান শুদ্ধতা থাকলে অতি উত্তম এবং ১টির ক্ষেত্রে ঘাটতি থাকলে উত্তর, ২-৩টির ক্ষেত্রে ঘাটতি থাকলে ভলো এবং সকল ক্ষেত্রেই ঘাটতি থাকলে অগ্রগতি প্রয়োজন হিসেবে মূল্যায়িত হবে।
৮ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৪ কর্ম ও জীবনমুখী শিক্ষা
২০২৪ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলার সাথে কর্ম ও জীবনমুখী শিক্ষা পাঠ্যবই থেকে এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যে নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের সাথে একই সময়ে কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম:
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১; অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: মেধা, কায়িকশ্রম ও আত্ম অনুস্ধান;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ- ১ ও ২; সভ্যতার অগ্রযাত্রায় মেধা ও কায়িক শ্রম, পাঠ- ৩: আগুন আবিষ্কারের কাহিনী, পাঠ- ৪: চাকা অবিষ্কার : একটি মাইলফলক, পাঠ- ৫: পাত্র নিয়ে যত কথা, পাঠ- ৬: লিখন পদ্ধতি : মেধাশ্রম সংরক্ষণ, পাঠ- ৭: বল দেখি কোনটা কী? পাঠ- ৮: রােবট: অসম্ভব হলাে সম্ভব, পাঠ- ৯: মহাকাশে অভিযান, পাঠ- ১০: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদাবােধ, পাঠ- ১১: আমি কী আত্মমর্যাদা সম্পন্ন? পাঠ ১২: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, পাঠ- ১৩: এসাে আত্মবিশ্বাস যাচাই করি, পাঠ- ১৪: শিক্ষা ও কর্মক্ষেত্রে সৃজনশীলতা, পাঠ- ১৫: আমি কি সৃজশীল?
HSC assignment 2024 2nd Week PDF
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
ক. বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। খ. শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে। গ. শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে। ঘ. শিক্ষক বই বিতরণ করছেন।
এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন?
নির্দেশনা: পেন্সিল দিয়ে চিত্রগুলাে আঁকতে বলুন। প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। এ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা প্রদান।
এ্যাসাইনমেন্ট যেভাবে মূল্যায়ন করার হবে-
অতি উত্তম: ১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা। ২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা। ৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা। ৪. চিত্র ও লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা। ৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান ঠিক থাকা। ৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান
উত্তম: ১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা। ২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা। ৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা; ৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা। ৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান ঠিক থাকা; ৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান;
ভালাে: ১. চারটি চিত্ৰই সঠিকভাবে অঙ্কন করতে পারা। ২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা। ৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা। ৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা। ৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান আংশিক ঠিক থাকা। ৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান;
অগ্রগতি প্রয়ােজন: ১. চারটি চিত্ৰই সঠিকভাবে অঙ্কন করতে পারা। ২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা। ৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে না পারা। ৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা অভাব। ৫. শব্দ, বাক্য গঠন ও বানান আংশিক সঠিক এ্যাসাইনমেন্ট জমা দানে বিলম্ব করা;
আর দেখুন..
৮ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
৭ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৪
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।